রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠালো সামাজিক সংস্থা
দ্যা ফ্যাক্ট :- ব্যস্ত আগরতলা শহরের দুর্গা চৌহনীতে রাস্তার পাশে পড়েছিলেন অসুস্থ এক ব্যক্তি। দেখার কেউ নেই। অবশেষে এগিয়ে এলো ত্রিপুরা ইউথ ব্রিগেড নামক সামাজিক সংস্থা। অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিল সংস্থা।
বাড়ির গৃহিণীরা তখন সন্ধ্যা আরতি দিয়েছিলেন। রাস্তার পাশে জাস্ট পেন এর কাছে কাতরাচ্ছিল অসুস্থ এক ব্যক্তি। কাছে এগিয়ে এলো দুই যুবক। উনার ফাল হকিকত আন্দাজ করতে পেরে সাহায্য চাইলেন পুলিশ প্রশাসনের। ত্রিপুরা ইউথ ব্রিগেড নামক সংস্থার ডাকে ছুটে এলো পুলিশ। অসুস্থ ব্যক্তিটিকে উদ্ধার করে পুলিশের গাড়ি করে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল ব্রিগেডের সদস্যরা। এদিন মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধের টানে সংস্থার ছেলেদের এই উদ্যোগ হয়তো অকালে ঝরে যাওয়া থেকে বাঁচিয়ে দিল একটি প্রাণ।
What's Your Reaction?






