রাজচন্তাইয়ে বিধায়ক কালীদাস দেববর্মার ৪৫ তম শহীদদান দিবস পালন
প্রয়াত বিধায়কের ৪৫ তম শহীদদান দিবসে পুষ্পার্ঘ্য নিবেদন
দ্যা ফ্যাক্ট:- মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজচন্তাই এলাকায় কালীদাস দেববর্মার শহীদদান দিবস পালন করা হয় শনিবার। এই দিন দলিয় পতাকা উত্তোলন, কালিদাস দেববর্মার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়।
এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ওয়াই টিওয়াইফের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা অভিযোগ করেন ৪৫ বছর আগে অভিচারণ এলাকা থেকে একটি সভা সেরে বাড়ি ফেরার পথে বিধায়ক কালীদাস দেববর্মাকে খুন করেছিল দুষ্কৃতীরা। উনার এই মৃত্যুকে কেন্দ্র করে দুষ্কৃতীদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ধিক্কার প্রকাশ করার পাশাপাশি প্রয়াত বিধায়কের জীবনী সম্পর্কে কথা বললেন কুমুদ দেববর্মা। অন্যদিকে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাঁধাচরণ দেববর্মা প্রয়াত কালীদাস দেববর্মার রাজনৈতিক চিন্তাধারা এবং মতাদর্শকে কেন্দ্র করে দলীয় কর্মীদের সামনে আলোচনা করেন।
What's Your Reaction?