ভাগিনাকে খুনের দায়ে দুই মামাকে যাবজ্জীবন কারদণ্ড দিলো আদালত
এয়ারপোর্ট থানা এলাকার উত্তর রামনগরে ভাগিনাকে খুনের দায় দুই মামাকে দোষী সাব্যস্ত করলো আদালত। দুজনকেই যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আর্থিক জরিমানা ও ধার্য করা হয়েছে অভিযুক্তদের।

দ্যা ফ্যাক্ট :-নিজের ভাগিনাকে খুন করার অপরাধে দুই মামাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত। ২০২২ সালে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকায় দীপক দাসকে খুন করেছিল তার দুই মামা সুধাংশু মিত্র এবং অমিত মিত্র। দুজনকেই শনিবার যাবজ্জীবন কারাদন্ড দিল আদালত।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর রামনগর এলাকায় নিজের ভাগিনাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল মামাদের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযোগ দায়ের করা হয় এয়ারপোর্ট থানায়। মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর ওবায়দুর রহমান এবং তৎকালীন এয়ারপোর্ট থানার ওসি রানা চ্যাটার্জী। গোটা বিষয়ে তদন্ত প্রক্রিয়া শেষে চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। এই মামলায় আদালতে মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। শনিবার সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেব বলেন আদালত সমস্ত সাক্ষ্য এবং তথ্য প্রমাণের উপর ভিত্তি করে দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি দুজনকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। অনাদায়ে আরো একমাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তদের।
What's Your Reaction?






