ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিমা ভৌমিক

৩ দিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার প্রথম দিনেই উৎসুক জনতার ভিড়

Nov 27, 2023 - 05:00
 0  38
ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক সূচনা করেন প্রতিমা ভৌমিক
ব্রক্ষ্ম কুন্ড মেলার উদ্বোধনী মঞ্চে প্রতিমা ভৌমিককে স্বাগত জানান বিধায়ক সমেত অন্যান্যরা।ছবি:-দ্যা ফ্যাক্ট

দ্য ফ্যাক্ট অফ ত্রিপুরা:-অন্যান্য বছরের মত এই বছরও রাজ্যের ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার।৩ দিন ব্যাপী মেলার উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ব্রহ্মকুণ্ড কুণ্ড মেলা

                      সিমনা বিধানসভায এলাকাতে অনুষ্ঠিত এই ব্রহ্মকুণ্ড মেলা ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী তার জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ বিভাজনের আগে থেকেই ঐতিহ্যবাহী ব্রাহ্ম কুন্ড মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশ বিভাজনের পর ভারতীয়রা এই এলাকাতে যথাযোগ্য মর্যাদায় এই ব্রহ্ম কুণ্ড মেলা উদযাপন করে আসছেন। সরকার এই মেলার দায়িত্বভার গ্রহণ করার পর তার পরিসর এবং পরিধি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গোটা রাজ্যের মানুষ জড়ো হয় এই মেলাকে কেন্দ্র করে। রবিবার মেলার উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আমাদের রাজ্যে ব্রহ্ম কুন্ড মেলা, মাতাবাড়িতে মেলা, ডুম্বুর তীর্থমুকের মেলা জাতীয় উপজাতির মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। রাজ্যের সমস্ত অংশের মানুষ এই মেলাগুলোতে মিলেমিশে একাকার হয়ে যায়। তেমনি ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়ে এই মেলাগুলোতে একইভাবে উৎসব প্রেমি মানুষরাও মেলাগুলোতে ভিড় জমান। মন্ত্রী আরো বলেন যারা বহিঃ রাজ্যে মা বাবার অস্থি বিসর্জন করতে পারেন না উনারা এই মেলাগুলোতেই এসে মা-বাবার অস্থি বিসর্জন করেন। এই মেলার সাথে মানুষের ভক্তি আস্থা দীর্ঘদিন যাবত উতপ্রুতভাবে জড়িত রয়েছে বলেও অভিমত ব্যক্ত করলেন প্রতিমা ভৌমিক। মেলার উদ্বোধনী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, বিধায়ক বৃষকেতু দেববর্মা, জেলা সভাপতি হরিদুলাল আচার্জী, মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow