বিদ্যুৎ দপ্তরের স্টেট লোড ডেসপাস সেন্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
বিদ্যুৎ পরিষেবায় আমূল পরিবর্তনের ইচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
দ্যা ফ্যাক্ট : বিদ্যুৎ পরিষেবার উন্নতি করতে চান মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে সাথে নিয়ে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অধীন স্টেট লোড ডেসপাস সেন্টার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই দিন দফতরের আধিকারিকদের সাথে নিয়ে গোটা প্রক্রিয়া খতিয়ে দেখেছেন তিনি। বিদ্যুৎ উৎপাদন স্থল থেকে কিভাবে বিভিন্ন সাবস্টেশন গুলিতে পৌঁছায়, সেখান থেকে রাজ্যের বিদ্যুৎ ভোক্তাদের ঘর পর্যন্ত কিভাবে পৌঁছায়, প্রতিমুহূর্তে বিদ্যুতের চাহিদা কিভাবে পরিবর্তন হয় , কিভাবে দেয়া হয় বিদ্যুতের যোগান এই সমস্ত বিষয় খতিয়েখতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথকে সাথে নিয়ে বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিদ্যুৎ সরবরাহের বিষয়ে বেশ কিছু পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। জানা গেছে গোটা প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রাজ্যের বিদ্যুৎ ভুক্তাদের পরিষেবা সংক্রান্ত অভিযোগকে মাথায় রেখে মুখমন্ত্রী এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর এই উদ্যোগ আগামী দিনে কতটা সুফল আসে সেদিকে তাকিয়ে বিদ্যুৎ বক্তারা।
What's Your Reaction?