বামুটিয়া স্কুলের প্রাত বিভাগের পরিকাঠামগত সমস্যা শিক্ষা গ্রহণে প্রতিবন্ধকতা
বিদ্যালয়ে নেই বসার বেঞ্চ। দরজা জানালা ভঙ্গুর। রয়েছে শিক্ষক স্বল্পতা। নেই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল। এতসব প্রতিকূলতার মধ্য দিয়ে লেখাপড়া করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বামুটিয়ার বিনোদিনী হাই স্কুল ইংলিশ মিডিয়াম প্রাতঃ বিভাগের শিক্ষার্থীরা।

দ্যা ফ্যাক্ট :- পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত বামুটিয়া বিনোদিনী হাই স্কুল ইংলিশ মিডিয়ামের প্রাতঃ বিভাগ। বেঞ্চের অভাব, শিক্ষক স্বল্পতায় হাপিয়ে উঠেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষের বেহালদশাকে কেন্দ্র করে প্রতিদিন আঘাতপ্রাপ্ত হচ্ছে শিক্ষার্থীরা। দাবি উঠেছে বিদ্যালয়ের বেহাল দশা পরিবর্তনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
বামুটিয়া ব্লক হেডকোয়ার্টার থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত বামুটিয়া বিনোদিনী হাই স্কুল ইংলিশ মিডিয়াম। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই বিদ্যালয়টিকে ইংরেজি মাধ্যম করা হয়েছে। এর পূর্বে ছিল এটি বালিকা বিদ্যালয়। বর্তমানে ক্লাস ওয়ান থেকে এটিকে কম্বাইন্ড করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীরা বসার ব্যবস্থা দেখলে চোখ কপালে ওঠার মত। প্রায় ২০ বছর পূর্বে ঢালাই করে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে সেগুলো ভেঙ্গে গেছে। রড বেরিয়ে এসেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ক্লাস রুমের ভেতর প্রতিদিন পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষের ফ্লোরে তৈরি হয়ে রয়েছে গর্ত। দরজা জানালা দিয়ে অনায়াসে প্রবেশ করছে চোর। অত্যন্ত নিম্নমানের পরিকাঠামোর মধ্য দিয়ে প্রতিদিন চলছে পড়াশুনা। বিদ্যালয়ে মোট পাঁচজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ৫ টি ক্লাসে একসাথে পাঁচ জন শিক্ষককেই যেতে হয় পড়াশোনা করানোর জন্য। শিক্ষিকারা জানান একনাগারে দুই থেকে তিনটে ক্লাস করতে হয় ওনাদের। যদি কোন শিক্ষক শিক্ষিকা না আসেন তাহলে দুটি শ্রেণীকে একত্র করে ক্লাস করাতে হয়। অন্যদিকে ক্লাস ওয়ান এবং টুর শিক্ষার্থীদের ফ্লোরে বসানো হয়। কিন্তু বৃষ্টির মৌসুমে ফ্লোর ভিজে থাকার কারণে ছেলেমেয়েদের বসানোর ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। আগরতলা বামুটিয়ার সড়কের পাশে এই বিদ্যালয়টি অবস্থিত হলেও নেই কোন বাউন্ডারি ওয়াল। ফলের ছেলেমেয়েদের পথ দুর্ঘটনার একটি ঝুঁকি থেকেই যাচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন বিদ্যালয়ের পরিকাঠামো গত সমস্যার কারণে পঠন-পাঠনে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পাশাপাশি শিক্ষক-স্বল্পতা দূরীকরণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষক-শিক্ষিকারাও দাবি করেছেন বিদ্যালয়ের পরিকাঠামগত সমস্যা এবং শিক্ষক-স্বল্পতা দূরীকরণে দপ্তর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। এত সবের মাঝেও এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল করার পাশাপাশি এই বছর মোট সাত জন শিক্ষার্থী নবোদয় বিদ্যালয়ে সুযোগ পেয়েছে ভর্তি হবার। বিদ্যালয়ের এই সমস্যাগুলো পরিদর্শন করে সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস।
What's Your Reaction?






