বামুটিয়া সড়কে শুরু হলো TRTC-র যাত্রীবাহী বাস পরিষেবা

আগরতলা বামুটিয়া সড়কে গণপরিবহন ব্যবস্থার বেহাল দশার হাল ধরতে পরিষেবা শুরু TRTC-র

Mar 2, 2024 - 00:47
Mar 2, 2024 - 12:17
 0  54
বামুটিয়া সড়কে শুরু হলো TRTC-র যাত্রীবাহী বাস পরিষেবা
শালবাগানে অনুষ্ঠানিকভাবে আগরতলা বামুটিয়া হয়ে মোহনপুর সড়কে টিআরটিসি বাস পরিষেবার সূচনা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-আগরতলা বামুটিয়া হয়ে মোহনপুর সড়কে টিআরটিসি বাস পরিষেবার সূচনা হয় শুক্রবার। শালবাগান থেকে এই দিন সকালে আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার সূচনা করলেন সিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী। দীর্ঘদিন যাবত এলাকার মানুষের দাবীকে মান্যতা দিয়ে এই বাস পরিষেবা শুরু করা হয়েছে বলে জানান শ্রী গোস্বামী।

দীর্ঘ প্রায় চার বছর যাবৎ আগরতলা বামুটিয়া সড়কে বাস পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। এই সুযোগে বিভিন্ন ছোট গাড়ি এবং অটো চালকরা অবৈধভাবে যাত্রী পরিবহন করে চলেছে এই সড়কে। কখনো পারমিট এলাকার বাইরে যাত্রী পরিষেবা প্রদান করা, আবার কখনো নির্দিষ্ট সিট ক্যাপাসিটির চাইতে বেশি যাত্রী বহন করা এই সড়কের যান চালকদের নিত্য দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বাস পরিষেবা শুরু না করলে এলাকার যাত্রীদের দুর্ভোগ কোনভাবেই নিম্নমুখী হওয়ার কোনো রাস্তা নেই। স্থানীয়দের দাবি ছিল আগরতলা বামুটিয়ার সড়কে পুনরায় বাস পরিষেবা চালু করা। 

শুক্রবার টিআরটিসির উদ্যোগে দুটি বাস পরিষেবা শুরু করা হয়েছে এই সড়কে। টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী জানান এলাকার মানুষের দাবিকে মান্যতা দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন টিআরটিসির হেড অফিসের সামনে থেকে দুটি বাস ছেড়ে বামুটিয়া হয়ে মোহনপুর আরডি ব্লক পর্যন্ত যাবে। ভালো সাড়া পাওয়া গেলে বাস সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে বাবুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস বলেন বিধায়ক হওয়ার পর ওনার দাবি ছিল এই সড়কে টিআরটিসির বাস পরিষেবা শুরু করা। শুক্রবার উনার দাবি পূরণে পাশাপাশি এলাকাবাসীর দাবিও পূরণ হয়েছে বলে জানান তিনি। এদিন সূচনা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল, উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow