বামুটিয়ায় ধান চাষীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

কৃষকদের কাছ থেকে এই মৌসুমেও ধান ক্রয় করবে সরকার। বামুটিয়ায় কৃষকদের সাথে হলো আলোচনা।

Nov 25, 2024 - 22:03
 0  8
বামুটিয়ায় ধান চাষীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
বামুটিয়ায় ধান চাষীদের সাথে সচেতনতামূলক আলোচনা। ছবি:- নিজস্ব

দ্য ফ্যাক্ট :- বামুটিয়া কৃষি মহকুমা এলাকার ধান চাষীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। বর্তমান মৌসুমেও সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার উদ্যোগ নিয়েছে দপ্তর। বৃদ্ধি করা হয়েছে মূল্য। এই বিষয়ে কৃষকদের সচেতন করার পাশাপাশি ধান চাষ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে করা হয়েছে আলোচনা।

রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর পুনরায় কৃষকরা জমিতে ধানের চারা রোপণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মধ্যে ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা। আবার ডিসেম্বরের শেষের দিকেই কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার উদ্যোগ নিয়েছে দপ্তর। এবছর বৃদ্ধি করা হয়েছে ধানের মূল্য। ২৩ টাকা প্রতি কিলো দরে ধান ক্রয় করবে এফসিআই। সোমবার বামুটিয়া বিনোদিনী স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় জেলা সভাধিপতি বলাই গোস্বামী বলেন, "কৃষকরা আরো বেশি সংখ্যায় কৃষি কাজের সাথে যুক্ত হোক। দপ্তর পাশে আছে। কৃষকদের যা যা প্রয়োজন সেগুলো পূরণ করার উদ্যোগ নেবে সরকার।" অন্য দিকে, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ কৃষকদের আহ্বান করেন, "সঠিকভাবে চাষবাসের মধ্য দিয়ে অধিক ফসল উৎপাদনে প্রত্যেকটি কৃষক এগিয়ে আসার জন্য।" এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সহ অধিকর্তা, বাবুটিয়া কৃষি মহকুমার এসএ রাজু রবিদাস, পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্তী শর্মা, পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিলেশ দত্ত সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow