বামুটিয়ায় অটো এবং ম্যাজিকের সংঘর্ষে আহত অটো চালক

আগরতলা বামুটিয়া সড়কের বামুটিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী অটো এবং ম্যাজিকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে আহত অটোচালক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Aug 14, 2025 - 23:58
Aug 15, 2025 - 00:12
 0  8
বামুটিয়ায় অটো এবং ম্যাজিকের সংঘর্ষে আহত অটো চালক
বামুটিয়া বাজার সংলগ্ন এলাকায় অটো এবং ম্যাজিকের সংঘর্ষ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- আগরতলা বামুটিয়া সড়কের বামুটিয়া বাজার সংলগ্ন এলাকায় অটো এবং যাত্রীবাহী ম্যাজিকের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অটোচালক দীপক দাস। উনার বাড়ি ডি এম কলোনী এলাকায়। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। যদিও যাত্রীদের হতাহতের কোন খবর নেই। ঘটনা স্হলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনা গ্রস্থ টিআর ০১ ই ৩৮৯৫ নাম্বারের অটো এবং টিআর ০১সি ৪২৫২ নাম্বারের ম্যাজিক গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বামুটিয়া ফাঁড়িতে। অন্যদিকে আহত অটোচালককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow