বন্ধের সমর্থনে এলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে,কালীবাজারে হুশিয়ারি মন্ডল সভাপতির

বন্ধের বিরোধিতা করে কালীবাজারে বিজেপি বামুটিয়া মণ্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিছিল এবং পথসভা। এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস আহ্বান করেন বাজারের সমস্ত ব্যবসায়ীরা অন্যান্য দিনের মতো দোকানপাট খোলা রাখার জন্য। পাশাপাশি কর্মনাশা এই বন্ধ সকলে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি।

Jul 8, 2025 - 22:58
Jul 8, 2025 - 23:41
 0  76
বন্ধের সমর্থনে এলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে,কালীবাজারে হুশিয়ারি মন্ডল সভাপতির
বন্ধের বিরোধিতায় বামুটিয়ার কালীবাজারে বিজেপির সভা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- "বুধবার বন্ধের সমর্থনে যারা আসবে তাঁদের প্রত্যেকের পিঠের চামড়া তুলে দেওয়া হবে"। বামুটিয়ার কালীবাজারে বন্ধের সমর্থকদের এই ভাবেই হুঁশিয়ারি দিলেন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস। পাশাপাশি বুধবার সমস্ত ব্যবসায়ীকে অন্যান্য দিনের মতো দোকানপাট খুলে রাখার আহ্বান করললেন তিনি।

                গোটা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাতেও বন্ধের আহ্বান করা হয়েছে বামপন্থী সহ বিভিন্ন সংগঠনের তরফে। এই বন্ধের বিরোধিতা করেছে বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় কালীবাজারে বন্ধের বিরোধিতা করে একটি মিছিল সংঘটিত করা হয়েছে বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে। কালীবাজারে অনুষ্ঠিত হয়েছে একটি মিছিল। পরবর্তী সময়ে ভেতর বাজারে অনুষ্ঠিত হয় পথসভা। এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলেন সরকার ২০১৮ সাল থেকে একের পর এক বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করছে। তার জন্য কোন ধরনের বন্ধ বা পথ অবরোধের প্রয়োজন হয়নি। আন্দোলন বিরোধী শক্তি এই বামেরা সরকারের উন্নয়নমুখী কাজকর্মগুলোকে স্তব্ধ করে দিতে এই ধরনের কর্মনাশা বন্ধের আহবান করেছে। এদিন কোন ধরনের রাগঢাক না রেখে শিবেন্দ্র দাস বলেন শ্রমিক বিরোধী, দরিদ্র বিরোধী এই কর্মনাশা বন্ধের সমর্থনে যদি কোন দলের সমর্থক কালীবাজারে আসে তাহলে তার পিঠের ছাল তুলে দেওয়া হবে। পাশাপাশি বাজারের সমস্ত ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান করেন সরকারের উন্নয়নমূলক কাজের সমর্থন করে সকলে যাতে গতকাল দোকান এবং বাজার খোলা রাখেন। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলা সম্পাদক কাজল দে, মন্ডলের সাধারণ সম্পাদক নারায়ণ সাহা সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow