পুলিশি অভিযানে ৫০০০ গাঁজা গাছ ধ্বংস
গাঁজার বাগানে দা চালালো পুলিশ
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-ফকিরা মুরার অবৈধ গাঁজা বাগানে অভিযান চালালো পুলিশ। রবিবার ভোর রাতে পুলিশের এই অভিযানে প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানান মোহনপুরে এসডিপিও বিজয় সেন। এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কাউকে গ্রেফতার না করলেও ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ
রাজ্যের গাঁজা ব্যবসা এবং গাঁজা পাচার বর্তমানে রাজ্যের মধ্যে আর সীমাবদ্ধ নেই। জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক গণ্ডিতে প্রবেশ করেছে রাজ্যের অবৈধ গাঁজা চাষ ও বাণিজ্য।গাঁজা পাচারের সময় রেল স্টেশন, বিমানবন্দর এবং বিভিন্ন নাকা পয়েন্টে আটক করছে পুলিশ। কিন্তু এই অভিযানগুলিও যথেষ্ট নয়। এরপরেও বিভিন্ন এলাকাতে গাঁজা বাগান গড়ে তুলেছে গাঁজা চাষিরা। বেশ কিছুদিন যাবৎ পুলিশের কাছে খবর ছিল সিধাই থানা এলাকার ফকিরা মোড়াতে অবৈধ গাঁজা বাগান গড়ে তোলা হয়েছে। সেই খবরের উপর ভিত্তি করেই রবিবার ভোর রাতে এই এলাকাতে অভিযান চালায় পুলিশ। এই দিন পুলিশের পাশাপাশি সিআরপিএফ, টিএসআর জোয়ানরা এই অভিযানে অংশ নেয়। এই দিনের এই গাঁজা বিরোধী অভিযান নিয়মিত জারি থাকুক চাইছে সাধারণ মানুষ।
What's Your Reaction?