পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পঞ্চবটিতে বিজেপির নির্বাচনী সভা
বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে ভোট চাওয়ার পরামর্শ দিলেন রতন লাল নাথ।
দ্যা ফ্যাক্ট :- রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সভা করল বিজেপি সিমনা মন্ডল কমিটি। মঙ্গলবার পঞ্চবটি কমিউনিটি হলে এই নির্বাচনী সভাতে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থীদের পাশাপাশি মন্ত্রী রতন লাল নাথ। নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করতে সকলের সঙ্গবদ্ধ প্রয়াসের পরামর্শ দিলেন মন্ত্রী।
আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ১ নং সিমনা বিধানসভা এলাকার ৪ টি গ্রাম পঞ্চায়েতে বেশিরভাগ আসনেই বিজেপি এবং তিপ্রামথা প্রার্থীরা জয়ী হয়ে গেছেন। এর মধ্যে জেলা পরিষদ সহ বাকি যে কটি আসনে নির্বাচন হবে এই নির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। মঙ্গলবার এই সভাতে দলীয় কর্মী এবং প্রার্থীদের রতন লাল নাথ পরামর্শ দেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে নির্বাচনী প্রচার করার জন্য। পাশাপাশি সরকারের উন্নয়নমুখী চিন্তাভাবনাকে মানুষের সামনে তুলে ধরে ভোট চাওয়ার জন্যও পরামর্শ দিলেন তিনি। মন্ত্রী দাবি করেন বিগত বাম আমলে রাজ্যের যে পরিমাণ উন্নয়ন হয়েছে এই ছয় বছরে তার কয়েক গুণ বেশি উন্নয়ন হয়েছে গ্রামীণ এলাকাতে। এই উন্নয়নের নিরিখে মানুষ বিজেপিকে ভোট দেবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রার্থী জয়লাল দাস, বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি মঙ্গল দেববর্মা, বিনোদ দেববর্মা, মন্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?