দ্য ন্যাচারাল রিসোর্ট বন্ধ করে দিল গ্রামবাসী, ভেতর থেকে গ্রেফতার বাংলাদেশী
দ্যা ফ্যাক্ট :- সিধাই থানার অন্তর্গত তালতলার দ্য ন্যাচারাল রিসোর্ট বন্ধ করে দিল গ্রামবাসী। অভিযোগ এই রিসোর্টের কর্মচারীরা মঙ্গলবার ভোররাতে লালটিলা গ্রামে আক্রমণ চালায়। এর প্রতিবাদে গ্রামবাসীরা বন্ধ করে দেয় এই রিসোর্ট। রিপোর্টের ভেতর থেকে অভিযুক্ত কর্মচারী সমেত এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে সিধাই থানার পুলিশ।
বামুটিয়া বাজার সংলগ্ন দ্য ন্যাচারাল রিসোর্টে দীর্ঘদিন যাবত অবৈধ এবং অসামাজিক কাজকর্ম চলছে বলে অভিযোগ আনা হচ্ছে স্থানীয়দের তরফে। এই রিসোর্টের ভেতর ছেলেমেয়েদের অবৈধ এবং অশালীন কার্যকলাপের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তার মধ্যে গভীর রাতে উচ্চস্বরে মাইকে বাজিয়ে রঙিন আনন্দ ফুর্তি করার অভিযোগ রয়েছে দ্য ন্যাচারাল রিসোর্ট এর বিরুদ্ধে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে সিধাই থানা, মোহনপুর মহকুমা শাসক, এসডিপিইউ এবং পশ্চিম জেলার জেলা শাসকের নিকট অভিযোগ করা হয়েছে গ্রামবাসীর তরফে।
এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বিগত দুদিন যাবত গভীর রাতে গ্রামবাসীর ওপর আক্রমণ সংঘটিত করার অভিযোগ উঠেছে রিসোর্টের কর্মচারীদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর আনুমানিক ৩.৩০ টা নাগাদ রিসোর্টে কর্মরত বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী রোহিত মিয়া এবং অন্যান্যরা গ্রামবাসীর বাড়ি ঘরে গিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। আক্রমণকারীদের হাতে রড, দা সহ বিভিন্ন অস্ত্র ছিল বলে অভিযোগ। কিন্তু গ্রামবাসীরা পাল্টা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে আসে। ভোর রাতেই খবর দেওয়া হয় সিধাই থানায়। এদিকে গ্রামবাসী রিসোর্টের গেট বন্ধ করে দেয় ভোররাত থেকে। ভোর হতেই আসে পুলিশ। পুলিশ এসে সমস্ত অভিযুক্তদের আটক করে নিয়ে যায়। এই বিষয়ে কর্তৃপক্ষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে অসন্মতি প্রকাশ করে। স্থানীয়দের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?