দেবাপুরে নিজ ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ

সিধাই থানার অন্তর্গত দেবাপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ।

Oct 26, 2024 - 23:57
Oct 27, 2024 - 01:14
 0  28
দেবাপুরে নিজ ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ
মোহনপুরের দেবা পুর গ্রামে নিজ ঘর থেকে উদ্ধার গৃহবধূর নিথর দেহ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- নিজ ঘরে রহস্যজনকভাবে মৃত অবস্থায় উদ্ধার হলো এক গৃহবধূর মৃতদেহ। ধারণা করা হচ্ছে তার স্বামী খুন করার পর গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মোহনপুরের দেবাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হতবাক স্থানীয় জনতা।

দেবাপুর গ্রামে নিজ ঘর থেকে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে যায় সিধাই থানার পুলিশ। মৃতদেহ দেখে পুলিশের প্রাথমিকভাবে সন্দেহ হয় এটি খুনের ঘটনা। ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম এবং মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ। জানা গেছে প্রায় দু’বছর আগে থেকে স্বপ্না এবং কান্তি একসাথে থাকতে শুরু করে। স্বপ্নার স্বামী বেশ কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। অন্যদিকে, কান্তি দেববর্মার স্ত্রী অপর এক পুরুষের সাথে পালিয়ে গেছে। তারপর থেকেই দু’জনে একসাথে বসবাস শুরু করে। যদিও দু’জনের মধ্যে সামাজিক কোনো বিবাহ হয়নি বলে জানিয়েছে আত্মীয়-স্বজনরা। তবে দু’জনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বেধেই থাকত বলে জানা গেছে। এদিকে শনিবার সকাল থেকেই পালিয়ে গেছে কান্তি দেববর্মা। এসডিপিও সব্যসাচী দেবনাথ জানান, মৃতার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা কান্তি দেববর্মা তাকে খুন করেছে। তবে কী কারণে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে, অন্যত্র স্বপ্নাকে খুন করার পর বিছানায় এনে শুইয়ে রাখা হয়েছে তাকে। এই বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow