দুর্গা বাড়ি থেকে রীতিনীতি মেনে বিসর্জন হল মায়ের
আগরতলায় দুর্গা বাড়ি থেকে বিদায় নিলেন মা দুর্গা
দ্যা ফ্যাক্ট :- চিরাচরিত প্রথায় দুর্গাবাড়ি থেকে বিদায় দেওয়া হল মাকে। রাজন্য আমল থেকে দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে এই দুর্গাপূজা। বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে মায়ের পূজা। ত্রিপুরা পুলিশের গার্ড অফ অনার প্রদানের মধ্য দিয়ে বিদায় দেওয়া হলো মাকে।
আগরতলা দুর্গাবাড়িতে চিরাচরিত প্রথা মেনে যুগের পর যুগ পূজিত হয়ে আসছেন মা দুর্গা। সরকারি ব্যবস্থাপনায় প্রতি বছর পূজিত হচ্ছেন মা দুর্গা। এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। তিথি অনুযায়ী শনিবার মায়ের দশমী। শাস্ত্রমতে দশমী পূজা শেষে শনিবার সন্ধ্যায় মাকে করা হয়েছে বিসর্জন। পুলিশের তরফে গার্ড অফ অনার প্রদান করা হয়। বাজানো হয়েছে জাতীয় সংগীত। হাজারো ভক্তপ্রাণ মানুষের উপস্থিতিতে মাকে দেওয়া হয়েছে বিদায়। দুর্গাবাড়ি থেকে সুদীর্ঘ মিছিলের মধ্য দিয়ে দশমি ঘাটে নিয়ে যাওয়া হয়েছে দুর্গা মায়ের প্রতিমা। আগামী বছরের আশায় রীতিনীতি মেনে বিদায় জানানো হলো দুর্গা মাকে।
What's Your Reaction?