দুর্গা বাড়িতে বেসরকারি কোম্পানির গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে আটক অভিযুক্ত
বামুটিয়ার দুর্গাবাড়ি এলাকায় বেসরকারি কোম্পানির গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং ব্যাটারি চুরি হচ্ছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার গাড়ির ব্যাটারি চুরি করার সময় এক অভিযুক্তকে আটক করল কোম্পানির কর্মচারীরা। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
দ্যা ফ্যাক্ট :- এয়ারপোর্ট থানার অন্তর্গত দূর্গাবাড়ী এলাকায় বেসরকারি কোম্পানিতে ইতিপূর্বেও গাড়ির ব্যাটারি এবং যন্ত্রাংশ চুরি হবার ঘটনা সংঘটিত হয়। সমস্ত বিষয়ে অভিযোগ করা হয়েছে পুলিশে। বৃহস্পতিবার দুটি গাড়ির দুটি ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার সময় এক অভিযুক্তকে আটক করে কোম্পানির কর্মচারীরা। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ব্যাটারি। অতিরিক্ত জানাই তার সাথে আরও একাধিক অভিযুক্তরা জড়িত রয়েছে। খবর দেওয়া হয়েছে এয়ারপোর্ট থানাতে। ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানা পুলিশ। চুরি করার ব্যাটারি সমে অভিযুক্তকে আটক করে থানাতে নিয়ে যায় পুলিশ।
What's Your Reaction?