দিঘালিয়াতে গাঁজা বাগান ধ্বংস করল লেফুঙ্গা থানার পুলিশ
দিঘালিয়া এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায় লেফুঙ্গা থানার পুলিশ। বুধবার টিএসআর এবং পুলিশ যৌথভাবে এই এলাকাতে গাঁজা বিরোধী অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস।
দ্যা ফ্যাক্ট :- দিঘালিয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালালো লেফুঙ্গা থানার পুলিশ। বুধবার গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস করা হয়েছে গাঁজা বাগান। পুলিশ এবং টিএসআর যৌথভাবে চালায় এই গাঁজা বিরোধী অভিযান।
লেফুঙ্গা থানার অন্তর্গত ভাটি ফটিক ছড়া, অভিচরন, কুতনা বাড়ি, দিঘারিয়া, লেফুঙ্গা সহ বিভিন্ন অঞ্চলে অবৈধ গাঁজা বাগান তৈরি করা হয়েছে। বুধবার দিঘালিয়া এলাকার অবৈধ গাঁজা বাগানে হানা দেয় পুলিশ। এদিন প্রায় ৬৫০০ গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি সহদেব দাস। এদিন গাঁজা বিরোধী অভিযান চলাকালীন সময়ে গাঁজা চাষীদের তরফে কোন ধরনের বাঁধা দেওয়া হয়নি পুলিশকে। তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে পরিমাণ গাঁজা বাগান রয়েছে সমস্ত কাজাবাগান কেটে নষ্ট করার জন্য পুলিশের নিয়মিত ও বড় ধরনের অভিযানের প্রয়োজন রয়েছে।
What's Your Reaction?