বাবুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রবীর খুন কাণ্ডে গ্রেফতার ৩

তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় প্রবীর শীল খুন কাণ্ডে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। মোট ৩ অভিযুক্তকে গ্রেফতারের পর বুধবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

Dec 31, 2025 - 23:55
 0  9
বাবুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রবীর খুন কাণ্ডে গ্রেফতার ৩
প্রবীর শীল খুন কান্ডে গ্রেফতার তিন অভিযুক্ত। ছবি:- নিজসূ

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রবীর শীল খুন কান্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এদিন গভীর রাতেই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুলিশ।

               সম্প্রতি তুফানিয়া লুঙ্গা এলাকায় পিকনিকের আসরে বাকবিতন্ডাকে কেন্দ্র করে শুরু হয় ঝগড়া। পড়ে সঙ্ঘবদ্ধ আক্রমণে প্রবীর শীল নামে এক যুবক গুরুতর আহত হয়। তার বাড়ি নোয়াগাঁও গ্রামে। পরবর্তী সময়ে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে প্রবীর। এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শেখর তাঁতি এবং তন্ময় ওরাং নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে লেফুঙ্গা থানার পুলিশ। এদিন গভীর রাতে এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বিকাশ তাতীকে গ্রেফতার করে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। তিন অভিযুক্তকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow