তেবাড়িয়ায় কাঁটাতারের ওপারে গাভী চড়াতে বাঁধা BSF-র,সমস্যা নিরসনের দাবি বিধায়কের

কাঁটাতারের ওপারে গাভী চড়াতে সীমান্ত রক্ষী বাহিনীর বাঁধা।ময়দানের বিধায়ক।

Feb 22, 2024 - 00:22
Feb 22, 2024 - 00:23
 0  38
তেবাড়িয়ায় কাঁটাতারের ওপারে গাভী চড়াতে বাঁধা BSF-র,সমস্যা নিরসনের দাবি বিধায়কের
তেবাড়িয়া BOP-তে গাভী পালকদের সমস্যা নিরসনে আধিকারিকদের সাথে কথা বললেন বিধায়ক নয়ন সরকার।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-সীমান্ত রক্ষী বাহিনীর বাঁধার মুখে গাভী পালকরা সমস্যার সম্মুখীন। বামুটিয়া বিধানসভার তেবাড়িয়া গ্রামের কৃষক এবং গাভী পালকদের কাঁটাতারের ওপারে গাভী চড়াতে বাঁধা দিচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী। এই সমস্যা নিরসনের দাবিতে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার গ্রামবাসীদের সাথে নিয়ে বুধবার তেবাড়িয়া বিওপিতে গিয়ে আধিকারিকদের সাথে কথা বললেন।

         বিধানসভা এলাকার অন্তর্গত তেবাড়িয়া এলাকার বেশিরভাগ মানুষ গাভী পালন এবং কৃষি কাজের উপর তাদের রোজকার নির্ভর করে। কিন্তু বিগত প্রায় ছয় মাস যাবত এই এলাকার কৃষকদের কাঁটাতারের ওপারে গাভী নিয়ে যেতে দিচ্ছে না সীমান্ত রক্ষী বাহিনী। ফলে সমস্যায় পড়েছেন এলাকার গোপালকরা। বুধবার বিধায়ক গ্রামবাসীদের সাথে নিয়ে তেবাড়িয়া বিওপিতে গিয়ে এই সমস্যা নিয়ে আধিকারকদের সাথে কথা বলেন। এই সমস্যা সম্পর্কে সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে আশ্বস্ত করেন আধিকারিক। তবে এই সমস্যা অতি সত্বর সমাধান না হলে এলাকার গাভীপালকরা চরম সমস্যা সম্মুখীন হবেন বলে দাবি করলেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow