ডাম্পিং স্টেশনের আবর্জনায় আগুন, ধোঁয়ায় নাজেহাল গ্রামবাসী
দমদমিয়া স্হিত ডাম্পিং স্টেশনে আবর্জনা স্তুপে রহস্যজনকভাবে অগ্নি সংযোগ।
দ্যা ফ্যাক্ট:- বিগত দুইদিন যাবত দমদমিয়া স্হিত ডাম্পিং স্টেশনে আবর্জনায় জলছে আগুন। রবিবার দিনভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বিভাগের কর্মীরা। রবিবার বিকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ধোয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিভাবে এই অগ্নিসংযোগ হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে আবর্জনার বিশাল স্তূপে এই অগ্নিসংযোগের ফলে দুর্গন্ধময় ধোঁয়ায় নাজেহাল পার্শ্ববর্তী গ্রামের মানুষ।
আগরতলা শহরের সমস্ত আবর্জনা বিজ্ঞানসম্মতভাবে প্রক্রিয়াজাত করার জন্য দমদমিয়ায় ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল। কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় আবর্জনা গুলো প্রক্রিয়াকরণ করা হয়নি। বহিঃ রাজ্যের দুই একটি কোম্পানিকে ডেকে এনে শুরুতে জৈব সার তৈরি করার প্রক্রিয়ার শুরু হয়েছিল। এর কিছুদিন বাদেই মুখ থুবড়ে পড়ে এই প্রচেষ্টা। দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও পুনরায় শুরু হয়নি জৈব সার তৈরি করার এই প্রক্রিয়া। শুধুমাত্র শহরের আবর্জনাগুলো এনে স্তুপাকৃত করা হচ্ছে দমদমিয়াতে। এই অবস্থায় শুক্রবার ভোর রাত থেকে আবর্জনায় অগ্নিসংযোগ ঘটে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার বিকেলে দমকল বিভাগের আধিকারিকরা জানান লাগাতার ৪ টি ইঞ্জিন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যেহেতু আবর্জনা স্তুপে প্লাস্টিকের সংখ্যা বেশি তাই ধোঁয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই অবস্থায় পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। স্থানীয়দের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাম্পিং স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা এই আবর্জনার স্তুপে আগুন ধরিয়ে দিয়েছে। এই অবস্থায় সরকার অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় জনতা।
What's Your Reaction?