প্রচন্ড দাবদাহে যুব মোর্চার বৃক্ষরোপনের সূচনা

অনাবৃষ্টি এবং অতিরিক্ত তাপমাত্রায় বৃক্ষ রোপন শুরু করল যুব মোর্চা। সাফল্য নিয়ে সন্দেহ।

Apr 30, 2024 - 03:26
Apr 30, 2024 - 03:27
 0  28
প্রচন্ড দাবদাহে যুব মোর্চার বৃক্ষরোপনের সূচনা
যুব মোর্চার উদ্যোগে করা হয় বৃক্ষরোপণ।

দ্যা ফ্যাক্ট:-বর্তমানে প্রচন্ড গরমের মধ্যে পরিস্থিতি এবং পরিবেশ শোধরাতে যুব মোর্চার উদ্যোগে রাজ্যব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু এই প্রচন্ড গরমে বৃক্ষরোপন করে সেগুলোকে বাঁচিয়ে বড় করা প্রায় দুষ্কর। প্রায় প্রতিদিন যদি জল দেওয়া যায় তাহলেই গাছের চারা ঋণ না গুলো বাঁচানো সম্ভব হবে। অথচ আর একমাস পর এই কর্মসূচি হাতে নিলে সফল হবার সম্ভাবনা ছিল অনেকটাই বেশি।

গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় যুব মোর্চা উদ্যোগ নিয়েছে সমস্ত বিধানসভা এলাকাতে বৃক্ষরোপণ করার। যদিও সরকারি ভাবে প্রায় এক মাস পর থেকেই বৃক্ষরোপণ শুরু হবে। অর্থাৎ বর্ষা মৌসুম আসার পর শুরু হয় বৃক্ষরোপণ। তার পেছনে বিজ্ঞানসম্মত যথেষ্ট কারণ রয়েছে। ঐসময় দিনের তাপমাত্রা অনেক কম থাকে। তাছাড়া নিয়মিত বৃষ্টি হয়।ফলে আলাদা ভাবে জল দেবার প্রয়োজন থাকেনা। কিন্তু বর্তমান সময়ে বৃক্ষের চারা রোপন করলে বেশিরভাগ চারা মৃত্যুর কোলে ঢলে পরার সম্ভাবনা থেকে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow