জম্পুইয়ের গ্লানি বুকে চেপে, কিল্লায় উদ্বোধন কমলা উৎসবের
রাজ্যে নয়া সম্ভাবনার মুখ কিল্লার কমলা চাষ ও উৎসব
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-কমলা আর প্রাকৃতিক রূপ দেখিয়ে একসময় ব্যাপক সংখ্যক মানুষ কাছে টেনেছিল জম্পুই। সময়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারলনা জম্পুইয়ের কমলা চাষিরা। বেশ কয়েক বছর আগে জম্পুইয়ের হারিয়ে যাওয়া কমলা উৎসব কিল্লায় ফিরে পেল কমলা প্রেমীরা। শুক্রবার কিল্লাতে কমলা উৎসবের উদ্বোধন করে ব্যাপক সম্ভাবনার আশা ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
ত্রিপুরা নামের সাথে একসময় গর্বের সাথে লেখা হতো জম্পুই পাহাড়ের কমলার নাম। রাজ্যের গণ্ডি পেরিয়ে বহিরাজ্যেও চর্চিত ছিল জম্পুইয়ের কমলা। কিন্তু নিজেদের ঐতিহ্যবাহী এই ফল উৎপাদন ধরে রাখতে পারল না জম্পুই পাহাড়ের চাষীরা। কমলাকে পুনর্বাসনে পাঠিয়ে সুপারিকে কাছে টেনে নিল জম্পুই। রাজ্য বাসীর কাছে অত্যন্ত পরিতাপের ঘটনা এটি। যদিও কিছু বছর পূর্বে উদয়পুরে কিল্লা এলাকাতে শুরু হয়েছে কমলা চাষ। সরকারি পৃষ্ঠপোষকতায় জম্পুই পাহাড়ের হারিয়ে যাওয়া কমলা উৎসব ঘায়ে কিছুটা হলেও মলমের কাজ করতে পেরেছে কিল্লার কমলা উৎসব। শুক্রবার কিল্লা কমলা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন এই উৎসবের উদ্বোধন করে কমলা চাষ এবং কমলা উৎসবকে কেন্দ্র করে দারুন সম্ভাবনা রয়েছে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী। এছাড়াও রাজ্যের কৃষকদের উন্নয়নে সরকারের উন্নয়নমুখী সিদ্ধান্তকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী। উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রাম পদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্যরা।
What's Your Reaction?