ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২ চুর সমেত বেশ কিছু সামগ্রী পুলিশের জালে

গান্ধীগ্রামে চুরি কান্ডে দুই অভিযুক্তকে জালে তুলল এয়ারপোর্ট থানার পুলিশ

Jan 5, 2024 - 01:42
Jan 5, 2024 - 01:45
 0  47
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২ চুর সমেত বেশ কিছু সামগ্রী পুলিশের জালে
নবগ্রাম থেকে চুরির সামগ্রী সমেত গ্রেফতার রঞ্জন দেব ও অভিজিৎ সরকার। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-এক রাতে চার প্রতিষ্ঠানে চুরি কান্ড সংগঠিত করে রীতিমতো হিরো বনে গিয়েছিল চুরের দল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ২ অভিযুক্তকে গ্রেফতার করে হিরো থেকে জিরো বানিয়ে দিল চুরদের। গান্ধীগ্রামের সরকারি দপ্তর সহ বেসরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় উদ্ধার করা হয়েছে বেশ কিছু সামগ্রী।

                   এয়ারপোর্ট থানাধিন গান্ধীগ্রাম, শালবাগান, সুভাষ কলোনী সহ বিভিন্ন এলাকার মানুষ চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাফিয়ে উঠেছিল। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে গান্ধীগ্রাম তহশীল কাছারি, মৎস্য দপ্তর, ওয়াটার পাম্প এবং একটি বাঁশ ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানে হানা দেয় চুরের দল। এই চুরি কান্ডকে কেন্দ্র করে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করতে সক্ষম হয়েছে চুরেরা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এতদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত করে মনোবল বৃদ্ধি হওয়া চুরেরা এবার এক যুগে চার প্রতিষ্ঠানে চুরি করে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। স্বাভাবিকভাবেই পুলিশের কাছেও এটি প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। তদন্তে নেমে বৃহস্পতিবার নবগ্রাম এলাকা থেকে রঞ্জিত দাস এবং অভিজিৎ সরকার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল। তিনি আরো জানান অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের বাড়ি অনঙ্গ নগর এলাকায়। অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন থানার বড়বাবু। তবে এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখে বাকি সামগ্রীগুলোও উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানায় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow