গান্ধীগ্রাম PHC-র পরিসেবা নিয়ে অভিযোগ, সারপ্রাইজ ডিজিট করেন মুখ্যমন্ত্রী

গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নিকট সরাসরি অভিযোগ করেছিলেন স্থানীয় জনতা। তারপরই বৃহস্পতিবার স্বাস্থ্য কেন্দ্রটি সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

Apr 25, 2025 - 00:23
 0  19
গান্ধীগ্রাম PHC-র পরিসেবা নিয়ে অভিযোগ, সারপ্রাইজ ডিজিট করেন মুখ্যমন্ত্রী
গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- সম্প্রতি গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে সরাসরি জনগণের কাছ থেকে অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই বৃহস্পতিবার কান্দিগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। গোটা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেছেন চিকিৎসার রত রোগীদের সাথে। বেশ কিছু সমস্যার সমস্যা নজরে এসেছে মুখ্যমন্ত্রী। দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন সমস্যা গুলো অচিরেই সমাধানের জন্য।

                         গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ আসছিল সাধারণ মানুষের কাছ থেকে। একেবারে শহর লাগোয়া এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলেও পরিষেবা দিয়ে মানুষের মন জয় করার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি গান্ধীগ্রামের সুভাষ কলোনী এলাকায় একটি দলীয় কর্মসূচিতে এসে জনগণের কাছ থেকে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে সরাসরি অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই নিজে পরিদর্শন করলেন গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আধিকারিকদের কাছ থেকে কাগজে কলমের তথ্য না নিয়ে নিজে খতিয়ে দেখলেন পরিষেবা। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একাধিক বিষয়ে দুর্বলতা নজরে এসেছে মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতাল থেকে দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন সমস্যা গুলো সমাধান করার জন্য। মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর এলাকার জনগণ আশাবাদী এই হাসপাতালের সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যপরিসেবা প্রদানের বিষয়টি আরো উন্নত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow