গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, দিনভর পথ অবরোধ, চলে রাজনৈতিক লাভালাভের অংক
তেবারিয়ায় অধীর সরকারের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকা জুড়ে

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু।নাম অধীর সরকার (৩০)। অভিযুক্ত শনাক্তকরণের দাবিতে দিনভর আগরতলা বামুটিয়া সড়কের তেবাড়িয়ায় হয় অবরোধ।ঘোলা জলে মাছ ধরতে বহিরাগতরা দিন ভর রাজনৈতিক অপর চেষ্টা চালায়।
বুধবার রাত আনুমানিক ১০ টা নাগাদ আগরতলা বামুটিয়ার সড়কের বামুটিয়া ব্লক এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অধীর সরকার নামে এক যুবককে সজুরে ধাক্কা দেয় একটি গাড়ি। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি সংগা হীন হয়ে পড়ে অধীর। নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখান থেকে রাতেই তাকে স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে। প্রচুর রক্তক্ষরণ এবং মস্তিষ্কে ব্যাপক আঘাতের ফলে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে বাড়িতে আসতেই এলাকার মানুষ আগরতলা বামুটিয়া সড়ক অবরোধ করে। দাবি করা হয় ঘাতক গাড়িটিকে সনাক্তকরণের জন্য। ঘটনা স্হলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ এবং বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস। আশ্বাস দেন অতিসত্বর অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার। এতেই অবরোধ মুক্ত হয় আগরতলা বামুটিয়া সড়ক। তার কয়েক ঘণ্টার যেতে না যেতেই পুনরায় একদল বহিরাগত এই এলাকায় উপস্থিত হয়ে পথ অবরোধ করে। প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে তিন থেকে চারটি ভাগে অবরোধ করা হয় এই সড়ক। রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে করা হয় প্রতিবাদ। যতদূর দেখা গেছে দ্বিতীয়বারের এই অবরোধ বহিরাগতরাই বেশিরভাগ নেতৃত্ব দিয়েছে। আশ্চর্যের বিষয় হল দিনভর পথ অবরোধ করে বসে ছিল কয়েকশো মানুষ। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুলিশে লিখিত অভিযোগ করা হয়নি। ফলে প্রশ্ন উঠছে আন্দোলনের নামে পথ অবরোধ করে ঘোলা জলে মাছ ধরার কোন উদ্দেশ্য ছিল না তো স্বার্থান্বেষী মহলের? যদিও সন্ধ্যা ৬ টা নাগাদ এয়ারপোর্ট থানার ওসির উপস্থিতিতে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস আশ্বাস দেন আগামী তিন দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার। এরপরই অবরোধ মুক্ত হয় এই সড়ক
।
What's Your Reaction?






