গাড়ির ধাক্কায় নিহত বাইক চালক, প্রতিবাদে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে স্থানীয়রা

আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বু ছড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের। তার নাম নান্টু সরকার (৩০)। শনিবার অফিসের যাওয়ার সময় ফিসারি কলেজের সামনে ঘটে এই দুর্ঘটনা। প্রতিবাদে স্থানীয় জনতা মৃতদেহ নিয়ে ফিশারী কলেজের সামনে জাতীয় সড়ক অবরোধ করে।

Aug 30, 2025 - 23:51
 0  21
গাড়ির ধাক্কায় নিহত বাইক চালক, প্রতিবাদে মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে স্থানীয়রা
লেম্বুছড়ায় গাড়ি ধাক্কায় নিহত বাইক চালক, মৃতদেহ নিয়ে পথ অবরোধ স্থানীয়দের। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারালো বাইক চালক। মৃতের নাম নান্টু সরকার। তার বাড়ি কামাল ঘাটের লক্ষণ সিং মুড়া এলাকায়। শনিবার লেম্বু ছড়ার ফিশারী কলেজের সামনে ঘটে এই দুর্ঘটনা। প্রতিবাদে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা

                 অন্যান্য দিনের মতো শনিবার অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল নান্টু সরকার। কামাল ঘাটের লক্ষণ সিং মুড়া গ্রামে বাড়ি উনার। লেম্বু ছড়ায় ফিসারী কলেজের সামনে পেছন দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় নান্টুকে। ঘটনাস্থলেই গুরুতর জখম হয়ে নান্টু। দমকল বিভাগের কর্মীরা উনাকে উদ্ধার করে নিয়ে যায় জিবিপি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। 

          এদিকে মৃতদেহ নিয়ে শনিবার বিকেলে ফিশারী কলেজের সামনে জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রয়াত নান্টুকে ন্যায় বিচার প্রদানের দাবিতে করা হয় অবরোধ স্থল থেকে। ঘটনা স্কুলে আসে পুলিশ এবং বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন। দাবি পূরণের আশ্বাস ফেলে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow