কাছারিটিলায় ২ পরিবারের সংঘর্ষে রক্তাক্ত ৩ জন
বামুটিয়ার কাছারিটিলায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ সৃষ্টি।যা রূপ নেয় আক্রমণ পাল্টা আক্রমণের।
দ্যা ফ্যাক্ট :- প্রতিবেশী দুই পরিবারের আক্রমণ পাল্টা আক্রমণে রক্তাক্ত হয়েছেন তিন জন। যদিও একে অপরের দিকে আক্রমণে অভিযোগ তুলেছে। তবে উভয়পক্ষ বিভিন্ন ধারালো সামগ্রী এবং লাঠি নিয়ে এই আক্রমণ সংঘটিত করেছে। এই আক্রমণ পাল্টা আক্রমণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বুধবার দুপুরে কাছারিটিলা এলাকায় পরিমল সরকার এবং সেবা দাসের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। সেবা দাসের অভিযোগ পরিমল সরকার মদমত্য অবস্থায় উনাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। পাশাপাশি উনার মা নিয়তি দাস কেউ মারধর করার অভিযোগ উঠেছে পরিমল সরকারের বিরুদ্ধে। অন্যদিকে পরিমল সরকারের অভিযোগ নিয়তি দাস এবং সেবা দাস উনাকে বাড়িতে গিয়ে মারধর করেছে। এই ঘটনায় মোট তিনজন রক্তাক্ত হয়েছে। তবে সঠিক কি বিষয়কে কেন্দ্র করে এই ঝগড়ার সৃষ্টি তা কোন পক্ষ থেকেই সন্তোষজনক কোন স্পষ্টিকরণ পাওয়া যায়নি। ঘটনাস্থলে যায় বামুটিয়া ফাড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বামুটিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে।
What's Your Reaction?