অবৈধ মডিফাইড বাইকের সাইলেন্সার ধ্বংস করল ট্রাফিক পুলিশ

বিভিন্ন সময় অবৈধ মডিফাইড বাইকের সাইলেন্সার বাজেয়াপ্ত করেছিল ট্রাফিক পুলিশ। আদালত থেকে নির্দেশ পাওয়ার পর রবিবার এই সাইলেন্সার গুলো রুলার চাপিয়ে নষ্ট করে দেয় পুলিশ।

Nov 9, 2025 - 23:47
Nov 10, 2025 - 09:12
 0  12
অবৈধ মডিফাইড বাইকের সাইলেন্সার ধ্বংস করল ট্রাফিক পুলিশ
আদালতের নির্দেশে মডিফাইড সাইলেন্সার ধ্বংস করল ট্রাফিক পুলিশ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- মডিফাইড সাইলেন্সার রুলার দিয়ে নষ্ট করে দিল ট্রাফিক দপ্তর। বিগত দিনে আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে যে সমস্ত মডিফাইড সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো ধ্বংস করা হয়েছে রবিবার। ট্রাফিক এসপি নেতৃত্বে সংঘটিত হয়েছে এই কর্মসূচি। 

রাজ্যে বিশেষ করে উঠতি বয়সের যুবকরা বাইকের কম্পানি ফিটেড সাইলেন্সার পরিবর্তন করে উচ্চ শব্দ যুক্ত সাইলেন্সার লাগিয়ে ঘুরে বেড়ায়। এই ধরনের বাইক চালকদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান করেছে ট্রাফিক পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছিল সাইলেন্সার। আদালতের নির্দেশ মূলে রবিবার ব্যাপক পরিমাণ সাইলেন্সার রুলার চাপিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। ট্রাফিক এসপি জানান আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। পাশাপাশি যে সমস্ত যুবকরা এই ধরনের সাইলেন্সার ব্যবহার করছেন তারা নিজেদের পাশাপাশি বৃদ্ধ শিশু সকলের ক্ষতি করছেন বলে জানিয়েছেন এসপি। এই ধরনের কর্মকাণ্ড থেকে যুব সমাজকে বিরত থাকার পরামর্শ দিলেন ট্রাফিক এসপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow