বামুটিয়ায় বহিঃ রাজ্যের ফেরিওয়ালাদের মারধোর, ছিন্তাই নগদ অর্থ

Sep 9, 2025 - 23:21
 0  2

 দ্যা ফ্যাক্ট :- বহিঃ রাজ্যের ফেরিওয়ালাদের মারধর করে অর্থ আদায়ের বাণিজ্যে নেমেছে কতিপয় বখাটে যুবক। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায়। গত শনিবার এবং মঙ্গলবার পৃথক দুটি ঘটনায় ফেরিওয়ালাদেরকে মারধোরের পাশাপাশি মুক্তিপণ বাবদ ১৬০০০ টাকা হাফিজ করার অভিযোগ উঠেছে। যদিও কোন ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

               মুর্শিদাবাদ থেকে বামুটিয়া এলাকায় ফেরি করতে এসে গত শনিবার আক্রান্ত হয় গফুর শেখ। তাঁকে বামুটিয়া ব্লক সংলগ্ন লক্ষ্মী লুঙ্গা চা বাগানের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছে। মুক্তিপণ বাবদ ৭০ হাজার টাকা দাবি করা হয় তার কাছে। অবশেষে ১৬ হাজার টাকা অনলাইন প্রদান করে মুক্তি পায় সে। ঐদিন তন্ময় সাহা নামে এক যুবকের মোবাইলে এই টাকা প্রদান করা হয়। জানা গেছে তার কোমরের একটি হাড় ভেঙ্গে গেছে। বর্তমানে সে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার পুনরায় এই এলাকা থেকে সঙ্গবদ্ধ ভাবে কয়েকজন যুবক অপর এক ফেরিওয়ালাকে আটক করে। তার নাম আরশাদ আলী। তার বাড়ি মুর্শিদাবাদে। তাকেও চা বাগানের ভেতর নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয়। পরে চুরির অপবাদ দিয়ে তাঁকে হস্তান্তর করা হয় বামুটিয়া ফাড়ির পুলিশের হাতে। যদিও পুলিশ পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় তাকে। দুটি ঘটনার ক্ষেত্রেই অভিযুক্তরা বিশ্ব হিন্দু পরিষদের নাম ব্যবহার করেছে বলে আক্রান্তরা জানিয়েছে। ধারণা করা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের নাম ব্যবহার করে এলাকার বখাটে যুবকরা এই ধরনের উশৃঙ্খলতা শুরু করেছে। দাবি উঠেছে পুলিশ এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং বিষয়ে অতিসত্বর সদর্থক ভূমিকা গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow