১৫ অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে শুরু হতে যাচ্ছে দুটি নয়া রেল পরিষেবা
এক্সপ্রেস সমেত অতিরিক্ত দুটি রেল চলবে রাজ্যে
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-রেল যোগাযোগের ক্ষেত্রে রাজ্যের যুক্ত হতে যাচ্ছে আরও দুটি পরিসেবা। লোকমান্য তিলক এক্সপ্রেস যুক্ত হতে যাচ্ছে আগরতলার সাথে। অন্যদিকে আগরতলা থেকে সাবরুম আরও একটি ডেমো ট্রেন পরিষেবা শুরু হতে যাচ্ছে। বুধবার আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান উত্তরপূর্ব ফ্রন্টিয়ার এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার।
উত্তর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক সীমানা সংলগ্ন সর্বশেষ রাজ্য ত্রিপুরা। এই রাজ্যের সড়ক পথে, আকাশ পথে এবং রেলপথে যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে রেল পরিষেবা আরও সুবিধাজনক করতে একাধিক নয়া রেল পরিষেবা শুরু করতে যাচ্ছে রেল দপ্তর। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার এন এফ রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার বলেন এখন পর্যন্ত লোকমান্য তিলক এক্সপ্রেস গোয়াহাটি পর্যন্ত যাতায়াত ছিল। বর্তমানে গোহাটি থেকে বৃদ্ধি করে আগরতলা পর্যন্ত আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যান্য এক্সপ্রেস রেলের মতোই পরিষেবা দেবে এই রেল। অন্যদিকে তিনি আরো জানান আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত আরো একটি ডেমো ট্রেনের সূচনা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আগামী
১৫ ই অক্টোবর মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে তার সূচনাকরবেন বলে জানান জেজেনারেল ম্যানেজার চেতন কুমার।
What's Your Reaction?