হেজামারায় মাথার আক্রমণে রক্তাক্ত বিজেপি, ভাঙচুর গাড়ি

সিমলা বিধানসভার হেজামারাতে বিজেপির সমর্থকদের ওপর আক্রমণ করার অভিযোগ উঠেছে শরিক দল তিপ্রা মাথার বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। আহতরা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

Jan 7, 2026 - 23:43
Jan 7, 2026 - 23:49
 0  18
হেজামারায় মাথার আক্রমণে রক্তাক্ত বিজেপি, ভাঙচুর গাড়ি
হেজামারায় মাথার আক্রমণে গুরুতর জখম বিজেপির দুই সমর্থক। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- হেজামারায় বিজেপি সিমনা মন্ডলের দলীয় কার্যালয়ের নির্মাণ কাজে শুরুতেই বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে সরিকদল তিপ্রা মোথার বিরুদ্ধে। বুধবার কেন্দ্র বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে নির্মাণ কাজ চলে। সন্ধ্যা হতেই হেজামাড়াতে বিজেপির দুই কর্মীকে বেধড়কভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মথার বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মোহনপুর কমিউনিটি হাসপাতালে।

এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে সিমনা বিধানসভা এলাকাত বিজেপির উপর শরিকদল তিপ্রামথার আক্রমণ ততই বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে বিজেপির তরফ থেকে। গত মঙ্গলবার হেজামারায় বিজেপির দলীয় কার্যালয়ে নির্মাণের জন্য হয় ভূমি পূজা। এইভূমি পূজাতেও তিপ্রা মথার দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ আনা হয়েছে বিজেপির তরফে। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ হয়ে পরিস্থিতি। 

বুধবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে শুরু হয় দলিয় কার্যালয় নির্মাণ কাজ।দিনভর পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু রাত হতেই হেজামারা এলাকাতে বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে মোথার কর্মীরা সঙ্ঘবদ্ধ ভাবে আক্রমণ করে বলে অভিযোগ। বিজেপি নেতা বিনোদ দেববর্মা অভিযোগ করেন এদিন রাতে বিজেপির কর্মীদের বেধড়কভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে। আহতরা হলেন সুখী দেববর্মা এবং হালাম দেববর্মা। আহতদের বাড়ি সাচিয়াবাড়ী এলাকায়। দুই বিজেপি কর্মীকে রক্তাক্ত করার পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিনোদ দেববর্মা। বিশেষ করে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এবং দলীয় কার্যালয় নির্মাণকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের ওপর এই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ বিনোদের। তবে আগামী দিনে এই ধরনের আক্রমণ করে বিজেপির দলীয় কার্যালয় নির্মাণ কাজ বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন বিনোদ। এই আক্রমণের পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহতরা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow