সমতট বসাবে কবিতা পাঠের আসর
কবিতা পাঠ ও আলোচনা আসর বসাতে সাংবাদিক সম্মেলন সমতটের
দ্যা ফ্যাক্ট:- সমতট সাহিত্য পত্রিকা উদ্যোগ গ্রহণ করেছে কবিতা পাঠের আসরের। আগামী ৩১শে ডিসেম্বর স্বরচিত কবিতা পাঠ এবং আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সোমবার কালীবাজারে সাংবাদিক সম্মেলনে জানান সমতট সাহিত্য পত্রিকার উপদেষ্টা কমিটির সভাপতি ব্রজ কুমার সরকার।
বামুটিয়ার গ্রামীন এলাকার সাহিত্য মনস্ক মানুষদের তুলে আনার উদ্দেশ্যে পথ চলা শুরু হয়েছিল সমতট নামক সাহিত্য পত্রিকার। সমতর সাহিত্য পত্রিকা বিগত তিন বছর যাবত প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যেই বামুটিয়া, আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিক থেকে শুরু করে দেশ-বিদেশের লেখকদের লেখা এই কাগজে ছাপা হয়েছে বলে জানান ব্রজ কুমার সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান আগামী ৩১শে ডিসেম্বর ইংরেজি বছরের বিদায় দিনে কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বাবুটিয়ার পাতার বাজার স্হিত জঙ্গলমহলে এদিন স্বরচিত কবিতা পাঠ এবং কবিতা নিয়ে আলোচনা করা হবে। এই আসরে সমস্ত অংশের লেখক লেখিকা সাহিত্যিক এবং সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষরা উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ব্রজ কুমার সরকার। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার সভাপতি সচি কুমার সরকার, সম্পাদক ডাঃ খোকন রায় এবং অন্যান্যরা।
What's Your Reaction?