শহর আগরতলায় দুর্গাপূজার আনন্দে অস্বচ্ছ হলো পথ
রাস্তায় মানুষের ভিড় দিয়ে গেল আবর্জনা
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-আমাদের সভ্যতা নিয়ে যদি কথা হবে, তাহলে প্রথমেই স্বীকার করতে হবে আমরা একটা দুর্দান্ত অসভ্য। যে জাতিকে এখনো স্বচ্ছতা শেখাতে হয়, যে জাতি এখনো স্বচ্ছ রাখতে শিখল না, যে জাতি এখনো স্বচ্ছতা কি বুঝলো না সে জাতি আর যাই হোক সভ্য বলাটা বেমানান। হাজার টাকার পোশাক পরে সাজুগুজু করে পূজায় বেরিয়ে রাস্তা ঘাটকে নোংরা করা অনেকটাই বদভ্যাস পরিণত হয়েছে। যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার ছবি দেখা গেল আগরতলা শহরের বিভিন্ন পথে।
স্বচ্ছতা শুরু হয় নিজের ঘর থেকে। মহাত্মা গান্ধী থেকে নরেন্দ্র মোদি। এখনো স্বচ্ছতা শেখাতে ব্যর্থ। চেষ্টার কোন খামন্তি নেই। খামন্তি অভ্যাসে। আগরতলা শহরের রাজপথ গুলোতে পুজোর দিনগুলোতে লাখ লাখ মানুষের ভিড় জমে। রাস্তার পাশের দোকানগুলোতে খাবারের লাইন স্বাভাবিক ছবি। কিন্তু সেই খাবার মোড়ানো কাগজ যখন রাস্তায় গড়াগড়ি খায় সেটা একেবারেই দৃষ্টি কুৎসিত একটা ব্যাপার।
এত শিক্ষা, এত অর্থ, প্রাচুর্য যখন আমাদের এই ন্যূনতম স্বচ্ছতার পাঠ দিতে পারল না তখন আমাদের সভ্যতাকে নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। স্বচ্ছ ভারত নিয়ে এত চেষ্টা, এত প্রকল্প,তার পরেও এই ছবি ধোঁয়াশা সৃষ্টি করে। এই নাগরিক সমাজে এখনো স্বচ্ছ তাকে নিয়ে আরো ব্যাপক শিক্ষার প্রয়োজন রয়েছে। শুরু হোক নিজ ঘর থেকে। নিজের ঘর পরিষ্কার রাখা, নিজের বাড়ি পরিষ্কার রাখা, নিজের পাড়া মহল্লা পরিষ্কার রাখা এবং সর্বোপরি নিজেদের শহর রাজ্য এবং রাষ্ট্রকে পরিষ্কার রাখার চেষ্টা।
What's Your Reaction?