রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নির্বাচন ইস্যুতে রাজ্যে আসলেন স্বরাষ্ট্রমন্ত্রী, করবেন সভা।

দ্যা ফ্যাক্ট:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে অ্যালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে এমবিবির বিমানবন্দরে অবতরণ করেন তিনি। উনাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং অন্যরা। এদিন অমিত কুমার শাহ এমবিবি বিমানবন্দর থেকে সরাসরি চলে গিয়েছেন একটি বেসরকারি হোটেলে। সেখানেই রাত্রি যাপন করবেন তিনি। কুমার ঘাটে পূর্ব আসনের বিজেপি প্রার্থীর সমর্থনেসমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দলের রাজ্য নেতৃত্ব এবং শরিক দলের নেতৃত্বদের সাথে বৈঠক করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
What's Your Reaction?






