মোহনপুর মহকুমায় ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয় ক্ষতি, শিবিরে আশ্রিত ৩ শতাধিক পরিবার
মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত সিমনা বিধানসভা, মোহনপুর বিধানসভা এবং বামুটিয়া বিধানসভা এলাকাতে ঝড়ের প্রভাবে বিপক্ষের ক্ষতি হয়েছে। এরমধ্যে সিমনা বিধানসভাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। মানুষের বাড়িঘর ভেঙ্গে যাওয়ার আশ্রয় নিতে হয়েছে শিবিরে। এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।

দ্যা ফ্যাক্ট :- ঝড়ের প্রভাবে লন্ডভন্ড সিমনা বিধানসভা। ক্ষতির প্রভাব পরিলক্ষিত হয়েছে বামুটিয়া ও মোহনপুর বিধানসভাতেও। সিমনা বিধানসভায় প্রায় ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। শিবিরে আশ্রিত পরিবারগুলোর জন্য সমস্ত ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত।
রবিবার ঝড় তুফানের প্রভাবে সিমনা বিধানসভা এলাকার ৩৩৫ পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। মহকুমা প্রশাসনের উদ্যোগে সিমনা বিধানসভার আখালিয়া ছড়া ইংলিশ মিডিয়াম স্কুলে, সানখোলা এস বি স্কুলে, চাঁদনী ছড়া এসবি স্কুলে এবং গয়ামনি ইংলিশ মিডিয়াম স্কুলে শিবির খোলা হয়েছে। এই শিবির গুলোতে যাদের ঘর বাড়ি ভেঙ্গে গেছে উনারা আশ্রয় নিয়েছেন । বিশেষ করে শিলাবৃষ্টিতে ঘরের টিন ভেঙ্গে গেছে এই এলাকার জনগণের। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রমন্ত্রী বৃষ কেতু দেববর্মা, ইএম রুনিয়াল দেববর্মা, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, ডিজেস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস সহ অন্যান্যরা। মহাকুমা শাসক আশ্বাস দিয়েছেন শিবিরে যারা আশ্রয় নিয়েছেন উনাদের জন্য সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
অন্যদিকে বাবুটিয়া বিধানসভা এলাকাতেও বেশ কিছু অঞ্চলে হয়েছে ক্ষয়ক্ষতি। বাবুটিয়া বাজার, কাছারি টিলা, নোয়াগাঁও সহ বিভিন্ন এলাকায় সমস্যার মুখে পড়েছেন স্থানীয়রা। বিশেষ করে কৃষি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব পরিলক্ষিত হয়েছে। বামুটিয়া এলাকা পরিদর্শন করলেন এলাকার বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা। এলাকার বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ করলেন বিধায়ক নয়ন সরকার। নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে লাইনের কাজ করা হলেও ঝড় বৃষ্টিতে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় মানুষকে থাকার বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোত প্রকাশ করেছেন বিধায়ক।
What's Your Reaction?






