ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা বাড়ি পুড়ে ছাই, দমকলের ৩ টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন

আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায় ভয়াবহ অগ্রিকান্ডে পুড়ে ছাই হলো বসতবাড়ি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা করে জানা গেছে। দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আগুন।

Oct 5, 2025 - 23:59
Oct 6, 2025 - 00:11
 0  21
ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা বাড়ি পুড়ে ছাই, দমকলের ৩ টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন
জয়নগরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আলো দমকল বিভাগ। ছবির:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বৈদ্যুতিন শর্ট সার্টিফিকেট থেকে উৎপত্তি অগ্নি সংযোগে গোটা ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা আগরতলার জয়নগর চরকা সংঘ এলাকায়। দমকল বিভাগের মোট তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন। 

                     রবিবার দুপুরে আচমকা গোবিন্দ পালের বাড়িতে অগ্নিসংযোগ দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বিশাল আকার ধারণ করে। বাড়ির লোক এবং স্থানীয়রা কোন কিছু বুঝে ওঠার আগেই গোটা বাড়ি দখল নেয় আগুন। বাড়ির মালিক গোবিন্দ পাল পশ্চিমবঙ্গে থাকেন। বাড়িতে ছিল দুটি ভাড়াটিয়া পরিবার। পরিবারের লোকেরা জানান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে। মুহূর্তের মধ্যেই গোটা বাড়ি গ্রাস করেছে আগুন। ঘরের ভেতর ছিল মোট চারটি সিলিন্ডার। আগুনের তাপে একে একে সবকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বাড়িতে থাকা একটি গাড়ি এবং স্কুটি আগুনের পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এই অগ্রি কান্ডে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow