বামুটিয়া সাব সিড সেন্টারের মেরামতিতে নাখোশ কৃষক, দাবি নতুন পাকা বাড়ির

জরাজীর্ণ বামুটিয়া সাবসিড সেন্টার মেরামত করা মানেই কৃষকদের জীবন ঝুঁকি জিইয়ে রাখা

Feb 23, 2024 - 00:47
Feb 23, 2024 - 00:53
 0  43
বামুটিয়া সাব সিড সেন্টারের মেরামতিতে নাখোশ কৃষক, দাবি নতুন পাকা বাড়ির
ইট বালি খসে পড়া বাবুটিয়া সাব সিব সেন্টার মেরামত না, নতুন ভাবে চান কৃষকরা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- বামুটিয়া কৃষি মহকুমা এলাকার অন্তর্গত বেড়ীমুড়াতে বামুটিয়া সাব সিড সেন্টারের মেরামতীর কাজ শুরু হয়েছে। ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা এই পুরানো বিল্ডিংটিকে মেরামতের উদ্যোগ নেওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। দাবি উঠেছে প্রতিদিন কৃষকদের যাতায়াত থাকা এই দপ্তরটি ভেঙ্গে নতুন ভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করার।

         বহু বছর আগে বামুটিয়া এলাকার কৃষকদের দপ্তর থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পরিষেবা প্রদানের জন্য স্থাপন করা হয়েছিল বামুটিয়া সাব সিড সেন্টারের। তারপর এই বিল্ডিং টিতে আর মেরামত হয়নি। গত মঙ্গলবার থেকে কৃষি দপ্তর এই বিল্ডিং এর মেরামতির কাজে হাত দিয়েছে। কিন্তু দীর্ঘ বছরের পুরানো এই পাকা বাড়ি বর্তমানে বিভিন্ন অংশ ভেঙ্গে পড়া শুরু হয়েছে। বিল্ডিং এর চারপাশে ফাটল ধরেছে। যেকোনো দিন ভেঙ্গে পড়তে পারে এই বিল্ডিং। স্থানীয় কৃষকরা প্রতিদিন এই দপ্তরে আসেন বিভিন্ন পরিষেবা নেওয়ার জন্য। কৃষি দপ্তরের দুই থেকে তিনজন কর্মচারী প্রতিদিন এই দপ্তরে বসে পরিষেবা প্রদান করেন। সরকারি দপ্তরের যে জরাজীর্ণ অবস্থায় মানুষ পরিষেবা নিচ্ছে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেখানে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে ত্রিপুরার নাম রয়েছে সেই জায়গায় সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের খামখেয়ালী একেবারেই অনভিপ্রেত। এলাকার কৃষকদের দাবি এই পাকা বাড়িটি মেরামত না করে ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করার। অন্যদিকে কাজের দায়িত্বে থাকা নির্মাণ শ্রমিকরাও এই বিল্ডিংটি মেরামতির চাইতে ভেঙ্গে নতুন নির্মাণ করলেই ভালো হতো বলে অভিমত প্রকাশ করলেন। এখন দেখার এলাকার কৃষকদের জীবন ঝুঁকির কথাটি মাথায় রেখে সরকার নতুনভাবে পাকা বাড়ির নির্মাণে উদ্যোগ নেয় কিনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow