বামুটিয়ায় হচ্ছে না কোন ফায়ার সার্ভিস স্টেশন, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

বাবুটিয়ার ধ্বধানসভা এলাকাতে দীর্ঘদিন যাবত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার প্রক্রিয়া চললেও আপাতত সেটি বন্ধ হয়ে গেছে। বিধানসভার অধিবেশনে মামুটিয়ার বিধায়ক উন্নয়ন সরকারের প্রশ্ন উত্তর পর্বে পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

Mar 24, 2025 - 23:59
Mar 25, 2025 - 00:12
 0  48
বামুটিয়ায় হচ্ছে না কোন ফায়ার সার্ভিস স্টেশন, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
বামুটিয়া সহ রাজ্যে নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কোনো উদ্যোগ নেই বলে বিধানসভায় স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :- ২০২১ সালে বাবুটিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জমি নির্ণয় হয়েছিল। অথচ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা জানিয়ে দিয়েছেন রাজ্যে নয়া ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কোন ধরনের উদ্যোগ নেই। বামুটিয়ার বিধায়কের প্রশ্নের উত্তরে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে বামুটিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন আপাতত ক্লোজ চ্যাপ্টার।

                        শালবাগান থেকে ফটিকছড়া পর্যন্ত বামুটিয়া বিধানসভা এলাকা। প্রায় ৫০ হাজারের বেশি জনসংখ্যা রয়েছে এই বিধানসভাতে। এই বিধানসভা এলাকাতে কোন ধরনের অগ্নি সংযোগ হলে মোহনপুর দমকল বিভাগ অথবা শ্যামলী বাজার দমকল বিভাগের ইঞ্জিন ছুটে আসে। বামুটিয়া বিধানসভা এলাকার মধ্য বর্তি অঞ্চল থেকে দুটি ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব নূন্যতম ১৫ থেকে ২০ কিলোমিটার। ফলে সর্বশেষ বছর দশকের মধ্যে এই দুটি দমকল বিভাগের কর্মীরা বামুটিয়া এলাকায় ছুটে এসে কোন সম্পদ রক্ষা করতে পারেনি। 

২০২১ সালে বামুটিয়াতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জন্য বামুটিয়া ব্লক সংলগ্ন এলাকায় জমি নির্ণয় করা হয়েছিল। সবার জানা ছিল এই এলাকাতে হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। কিন্তু এখন পর্যন্ত সেই দিশাতে কোন কাজ হয়নি। সোমবার বামুটিয়ায় বিধায়ক নয়ন সরকার বিধানসভায় প্রশ্ন করেন বামুটিয়া বিধানসভা এলাকাতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার কোন পরিকল্পনা রয়েছে কিনা সরকারের? পাশাপাশি তিনি আরো বলেন এটি তৎকালীন সময়ে বিধানসভার অধিবেশনে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বামুটিয়া বিধানসভা এলাকাতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার। এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে গোটা ত্রিপুরা রাজ্যে নতুন করে কোন ধরনের ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার সিদ্ধান্ত নেই সরকারের। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই উত্তরের পর বামুটিয়া বিধানসভা এলাকার সাধারণ মানুষের অগ্নিসংযোগের ফলে যে ধরনের ধ্বংসের মুখে পড়তে হচ্ছে তার ধারাবাহিকতা জারি রয়ে গেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow