ফটিক ছড়া মেলায় জুয়ারীদের গ্রেফতারের প্রতিবাদে আক্রান্ত সিধাই থানার পুলিশ
বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়া এলাকা থেকে তিন জুয়ারি সহ জুয়া খেলার সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিন সন্ধ্যায় মেলা চত্বরে এই ঘটনার প্রতিবাদে পুলিশের উপর আক্রমণ করে কতিপয় স্থানীয় দুষ্কৃতি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারী।

দ্যা ফ্যাক্ট :- মোহনপুরের ফটিকছড়া এলাকায় মেলাকে কেন্দ্র করে অবৈধ জোয়ার আসর থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সামগ্রী। এই ঘটনার বদলা নিতে সন্ধ্যায় মেলায় নিরাপত্তা দিতে আসা পুলিশ আধিকারিকের উপর আক্রমণ করে স্থানীয় দুষ্কৃতীরা। ছিনিয়ে নেওয়া হয় পুলিশ আধিকারিকের মোবাইল ফোন। যদিও ওসি এবং এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
সিধাই থানার অন্তর্গত ফটিকছড়া এলাকায় এক মেলাকে কেন্দ্র করে বিগত দুদিন যাবত হচ্ছিল জোয়ার আসর। বৃহস্পতিবার সংবাদ প্রকাশের পর এদিন দুপুর নাগাদ মেলাকে কেন্দ্র করে জোয়ার আসরে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সামগ্রী। এই ঘটনার পর এদিন সন্ধ্যা নাগাদ মেলায় নিরাপত্তা দিতে যান সিধাই থানার সাব ইন্সপেক্টর উত্তম দাস। সেখানেই উনাকে পেছন দিক থেকে জাপটে ধরার অভিযোগ উঠেছে মান্না ঘোষের বিরুদ্ধে। পুলিশ অফিসারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন। পুলিশের ইউনিফর্ম ছেড়ে দেওয়া হয়েছে। শারীরিক ও মানসিক ভাবে নিগ্রহ করা হয়েছে পুলিশ আধিকারিককে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ ও সিধাই থানার ওসি মঙ্গেশপাটারী। উদ্ধার করা হয়েছে ছিন্তাই হওয়া মোবাইল ফোন। ওসি জানিয়েছেন যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করার পাশাপাশি গ্রহণ করা হবে মামলা। স্থানীয় সচেতন মহলের দাবি যারাই পুলিশের উপর এই আক্রমণ সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ প্রদান করুক পুলিশ মন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
What's Your Reaction?






