প্রাক্তনের তহবিল থেকে নির্মিত বিসর্জনের ঘাট, জীবন ঝুঁকি কমালো মানুষের
বামুটিয়ার তিনটি এলাকায় বিসর্জন এখন ভয় মুক্ত, সুবিধা জনক
দ্যা ফ্যাক্ট ব্যুরো :-বামুটিয়ার বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাসের সময়কালে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত বিভিন্ন স্থানের বিসর্জন ঘাট জনসাধারণের কাজে আসতে শুরু করেছে। শোৎকালীন সময়ে বরাদ্দকৃত অর্থে আরও একটি ঘাট নির্মাণ এখনো বাকি।
২০১৮ সালে বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণধন দাস জয়ী হওয়ার পর বামুটিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন কাজের পাশাপাশি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বিসর্জনের ঘাট নির্মাণ করতে উদ্যোগ গ্রহণ করেছিলেন। বামুটিয়া বাজার সংলগ্ন লৌহর নদী, দুর্গা বাড়ির চা বাগান সংলগ্ন ছড়া এবং নড়সিংগরে ইতিমধ্যে তিনটি বিসর্জনের ঘাট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এলাকার মানুষ বিভিন্ন পূজা পার্বণের পর এই বিসর্জনের ঘাট গুলোকে ব্যবহার করে অতি সহজে প্রতিমা নিরঞ্জন করতে পারছেন। প্রতিবছর দুর্গাপূজা থেকে শুরু করে বিভিন্ন পূজার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় জলে পড়ে মৃত্যু সমেত বিভিন্ন দুর্ঘটনার ঘটনা সংঘটিত হয়। বামুটিয়া এলাকায় এই বিসর্জনের ঘাট নির্মাণ করায় দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশেই কমে গিয়েছে। প্রাক্তন বিধায় কৃষ্ণধন দাস বলেন এই বিসর্জনের ঘাট গুলো নির্মাণ করার ক্ষেত্রে প্রায় সাড়ে চার লক্ষ টাকা বরাদ্দ ছিল।
অপর আরেকটি বিসর্জনের ঘাট কামালঘাট এলাকায় নির্মাণ করা এখনো বাকি রয়েছে বলে জানান তিনি। এলাকাগুলোতে বিসর্জনের ঘাট নির্মাণকে কেন্দ্র করে সাধারণ মানুষের দাবি বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ঝুঁকি কমার পাশাপাশি বিসর্জনের ক্ষেত্রে অনেকাংশেই সুবিধা হয়েছে বর্তমানে।
What's Your Reaction?