নিজ বাড়ি থেকে ২৮০ কিলো গাঁজা সহ গ্রেফতার অভিযুক্ত
মোহনপুরের আরাকাঁটা গ্রামে পুলিশি অভিযানে ২৮০ কিলো অবৈধ গাঁজা সহ এক অভিযুক্ত পুলিশের জালে। মামলা গ্রহণ করেছে পুলিশ।

দ্যা ফ্যাক্ট :- ২৮০ কিলো অবৈধ গাঁজা সহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ। অভিযুক্তের নাম সায়ন সরকার। মোহনপুরের আরাকাঁটা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সমেত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
শুক্রবার কাক ভোরে আরাকাটা এলাকায় গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানের নামে সিধাই থানার পুলিশ। যার নেতৃত্বে ছিলেন মোহনপুরে এসডিপিও সব্যসাচী দেবনাথ এবং সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারী। মোহনপুরের আরাকাটা গ্রামের রতিস সরকারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৮০ কিলো শুকনো গাঁজা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে রতিস সরকারের ছেলে সায়ন সরকারকে। পুলিশ সূত্রে খবর এই গাজা গুলোর মালিক সায়ন। গাঁজা সমেত সায়নকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর সায়ন সরাসরি পড়াশোনা সাথে জড়িত। এই গাঁজা গুলোর মালিকানা বাড়ির অন্যরা হবার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে মূল অভিযুক্তকে বাঁচানোর জন্যই সায়নকে ফাঁসানো হয়েছে। যদিও এই বিষয়ে সায়নের স্বীকারোক্তি এবং পুলিশের সঠিক তদন্তে আরো নতুন নাম উঠে আসতে পারে বলে সূত্রে খবর পাওয়া গেছে।
What's Your Reaction?






