২০ দফা দাবিতে বামুটিয়া ব্লকে প্রতিনিধিমূলক ডেপুটেশন ক্ষেতমজুর ইউনিয়ন বামুটিয়া শাখার
২০ টি দাবিকে সামনে রেখে লোকসভা নির্বাচনের আগে বামুটিয়ায় পথে নামতে চাইছে বামেরা
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়ন বামুটিয়া শাখার উদ্যোগে কুড়ি দফা দাবির ভিত্তিতে বামুটিয়া ব্লকে ডেপুটেশন প্রদান করা হয়। উক্ত দাবীগুলোকে মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত রয়েছে বলে দাবি করলেন বিধায়ক নয়ন সরকার। এদিনের ডেপুটেশনের মধ্যে মুখ্য দাবিগুলো ছিল বামুটিয়া বিধানসভা এলাকায় প্রস্তাবিত সীমান্ত হাট স্থাপনের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, রেগার শ্রমিকদের বৎসরে ন্যূনতম ২০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া, রেগার মজুরি বৃদ্ধি, রাস্তা মেরামত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া ইত্যাদি। এদিন বামুটিয়া আর ডি ব্লকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দলের নেতা খোকন দেবনাথ, ঊর্মিলা বিশ্বাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?