ত্রিপুরায় BJP-র মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ

প্রকাশিত হলো বিজেপির ৬০টি মন্ডলের মন্ডল সভাপতিদের নামের তালিকা।

Dec 23, 2024 - 12:03
Dec 24, 2024 - 09:14
 0  109
ত্রিপুরায় BJP-র মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ
ত্রিপুরায় বিজেপির মন্ডল সভাপতিদের নামের তালিকা।

দ্যা ফ্যাক্ট :- ঘোষণা হয়েছে বিজেপির ২৯টি মন্ডলের মন্ডল সভাপতি নাম। দীর্ঘদিনের জল্পনার অবসান হয়েছে মন্ডল সভাপতির নামের তালিকা প্রকাশের মধ্য দিয়ে। নবনির্বাচিত সমস্ত মন্ডল সভাপতিদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ১ নং সিমনার মন্ডল সভাপতি হয়েছেন ইন্দ্রজিৎ দেববর্মা, ২ নং মোহনপুরের মন্ডল সভাপতি কার্তিক আচার্য, ৩ নং বামুটিয়া মন্ডলের মণ্ডল সভাপতি হয়েছেন শিবেন্দ্র দাস, বড়জলায় রাজীব সাহা, খয়েরপুরে রঞ্জিত ভৌমিক, মজলিসপুরে রঞ্জিত রায়চৌধুরী, মান্দাই অভিজিৎ দেববর্মা, আগরতলা তপন ভট্টাচার্য, রামনগরে অমিতাভ ভট্টাচার্য, টাউন বরদোয়ালি শ্যামল কুমার দেব, বনমালীপুর অনির্বাণ চৌধুরী, প্রতাপগড় স্বপন দাস, বাধারঘাট মনীষ দেব, সূর্য মনির নগরে মন্টু দেবনাথ, টাকার জলা নির্মল দেববর্মা, কমলা সাগর কাজল দেববর্মা, বিশালগড় তপন দাস, গোলাঘাটি নারায়ণ দেবনাথ, চরিলাম তাপস দাস, বক্সনগর অনিল চন্দ্র দাস, নলছর লোকজিত দেবনাথ, সোনামুড়া শুভজিৎ দাস, ধনপুর বিপুল মজুমদার, রামচন্দ্র ঘাট সুকেশ দেববর্মা, খোয়াই অনুকূল দাস, আশারামবাড়ী জয়ন্ত দেববর্মা, কল্যাণপুর নিতাই বল, তেলিয়ামুড়া অচিন্ত্য ভট্টাচার্য, কৃষ্ণপুরে ধনঞ্জয় দাস, বাগমা অমর জমাতিয়া, আরকে পুর সানি সাহা, মাতাবাড়ি বিশ্বজিৎ মারাক, কাকরাবন বিশ্বজিৎ সরকার, অম্পিনগর সত্য মোহন জমাতিয়া, অমরপুর উজ্জ্বল দত্ত, করবুক অসীম ত্রিপুরা, রাজনগর জয়দেব সরকার, বিলোনিয়া সায়ন্তন দত্ত, শান্তির বাজার দেবাশীষ ভৌমিক, ঋষ্যমুখ নকুল পাল, জুলাই বাড়ি সুজিত দত্ত, মনু বিপুল ভৌমিক, সাবরুম গৌতম ত্রিপুরা, রাইমা ভ্যালি ধন্য মানিক্য ত্রিপুরা, কমলপুর সম্পা দাস, সুরমা শুভাশিস আহির, আমবাসা অজয় আধিকারিক, করমছড়া রঞ্জিত দেববর্মা, ছামনু রাজিব চাকমা, পাবিয়াছাড়া সন্তোষ ধর, ফটিকরায় তরুণ কুমার দাস, চন্দ্রপুর পিন্টু ঘোষ, কৈলাশহর প্রীতম ঘোষ, প্যাঁচারথল রাজিব চাকমা, কুর্তি কদমতলা বিমল পুরকায়স্থ, বাগপাশা বিকাশ নাথ, ধর্মনগর শ্যামল নাথ, যুবরাজনগর কিরণ সরকার দেবনাথ, পানিসাগর বিবেকানন্দ দাস, এবং কাঞ্চনপুরে বীরেন্দ্র কর।

সোমবার মণ্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষণাকে কেন্দ্র করে বিজেপি প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে বিজেপির স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব জানান মোট ৬০ টি মন্ডলের সভাপতির মধ্যে ২ দুটি মন্ডলে দুজন মহিলা মন্ডল সভাপতি দেওয়া হয়েছে। যা শতাংশের হারে ৩.৩ শতাংশ। আগামী দিনে সমস্ত মণ্ডল সভাপতিরা নিজ নিজ মন্ডল শক্তিশালী করার পাশাপাশি গোটা রাজ্যে দলকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেছেন সমরেন্দ্র চন্দ্র দেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow