ত্রিপুরাকে অনুসরণ করতে চায় মহারাষ্ট্র,রাজ্য সফরে এসে বললেন আধিকারিক

মহারাষ্ট থেকে আগত প্রতিনিধি দল শুক্রবার পরিদর্শন করলেন বামুটিয়া ও মোহনপুর ব্লক এলাকা

Mar 2, 2024 - 03:13
Mar 2, 2024 - 06:39
 0  87
ত্রিপুরাকে অনুসরণ করতে চায় মহারাষ্ট্র,রাজ্য সফরে এসে বললেন আধিকারিক
বামুটিয়ায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি মহারাষ্ট্র থেকে রাজ্য সফরে আসা প্রতিনিধি দল। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- দেশের এক কোণে অবস্থিত ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে যখন মহারাষ্ট্র অনুসরণ করতে চায় তার আনন্দ এবং গর্বে প্রতিটা রাজ্যবাসীর অধিকার থাকে। শুক্রবার বামুটিয়াতে এই প্রতিনিধি দল পরিদর্শনে এসে ত্রিপুরার "আমার সরকার" নামক পোর্টাল ব্যবস্থা মহারাষ্ট্রে চালু করার প্রস্তাব রাখা হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তাঁরা।

দেশের এক প্রান্তে অবস্থিত ছোট্ট রাজ্য ত্রিপুরা দেশের বৃহৎ রাজ্য গুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্রের কাছে উদাহরণ হতে পারা অত্যন্ত গর্বের। যারা ত্রিপুরার বাসিন্দা হিসেবে বহিঃ রাজ্যে গিয়ে পরিচয় দিতে কোণ্ঠা বোধ করেন তাঁদের কাছে হয়তো আগামী দিনে গর্বের সঙ্গে ত্রিপুরার নাম উচ্চারণ করার একটি কারণ হতে পারে মহারাষ্ট্রের প্রতিনিধি দলের এই রাজ্য সফর। শুক্রবার বামুটিয়া ব্লক এলাকার অন্তর্গত বিভিন্ন সরকারি প্রকল্প ঘুরে দেখেন এই প্রতিনিধি দল। কৃষি ক্ষেত্রে, প্রাণি সম্পদ বিকাশের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দপ্তর কিভাবে কাজ করছে তা সরজমিনে সুবিধাভোগীদের সাথে কথা বলে আশ্বস্ত হলেন মহারাষ্ট্রের এই প্রতিনিধি দল।

পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে কিভাবে কাজ চলছে, নতুনত্ব কি সংযোজন করা হয়েছে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন তাঁরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্র থেকে আগত বিডিও বিজয় আহারে বলেন ত্রিপুরাতে এসে উনার কাছে সবচেয়ে ভালো লেগেছে "আমার সরকার"নামক পোর্টাল ব্যবস্থা। যার মাধ্যমে কোন অভিযোগকারী তাঁর অভিযোগের সমস্ত তথ্য অনলাইন দেখতে পারছেন। যার মাধ্যমে আধিকারিকরাও সঠিকভাবে কাজ করছে বলে মন্তব্য করলেন বিজয় আহারে। তিনি বলেন এই ব্যবস্থা মহারাষ্ট্রে গিয়ে চালু করার জন্য সরকারের কাছে প্রস্তাব রাখবেন তিনি। এই ছোট রাজ্য ত্রিপুরাকে যখন বৃহৎ রাজ্যগুলো অনুসরণ করতে চায় তখন প্রতিটি রাজ্যবাসীর গর্ব বোধ করা একেবারেই স্বাভাবিক। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের এডিশনাল বিডিও সাইফুদ্দিন আহমেদ, বামুটিয়া এগ্রি সুপারিনটেন্ট রাজু রবিদাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow