ডঃ মানিক সাহা আপনি ২০২৮ পর্যন্ত ক্ষমতায় থাকুন: জিতেন্দ্র চৌধুরী
বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার প্রত্যাহার, সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে সিপিআই(এম) মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হলো লেম্বুছড়ায়।

দ্যা ফ্যাক্ট :- "আমরা চাই প্রফেসর ডঃ মানিক সাহা আপনি ২০২৮ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকুন। কিন্তু আপনার দলের একটা অংশ আপনাকে চাইছে নামিয়ে দিতে। আপনি সাবধান হোন। আইন ভঙ্গকারী দুষ্টচক্রীরা এই চক্রান্ত করছে আপনার বিরুদ্ধে"। রবিবার লেম্বুছড়ায় সিপিআইএমের প্রকাশ্য সভায় বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
সিপিআই(এম) মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। এদিন লেম্বু ছড়ায় অনুষ্ঠিত এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শাসকদলকে তীব্র আক্রমণ করেছেন। রেগা,টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধি, বর্ধিত বিদ্যুৎ মাসুল ও স্মার্ট মিটার প্রত্যাহার করা, গণতন্ত্র পুনঃ স্থাপন সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে ছিল এদিনের এই সভা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যের বিশৃঙ্খলা শুধুমাত্র বিরোধী বা সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। খুদ শাসকদলের মুখ্যমন্ত্রীও তার স্বীকার। উনার দলের লোকই চাইছেন উনাকে ক্ষমতাচ্যুত করতে। অন্যদিকে তিনি আরো বলেন রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই জ্বালানির উৎস রাজ্যের গ্যাস। এরপরেও বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে রাজ্যে। যা একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলা অবনতি হবার বিষয়ে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা। পাশাপাশি দাবি করেছেন রেগা এবং টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধি করার জন্য।
এই দিনের এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, সিমনার প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা, বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সহ অনন্যরা।
What's Your Reaction?






