জাতীয় সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই মনু বাজারে বিশাল ভাঙ্গন

নবনির্মিত জাতীয় সড়কের ভাঙ্গনকে ঘিরে গুণগত মান নিয়ে প্রশ্ন

Aug 8, 2023 - 19:18
Aug 8, 2023 - 19:20
 0  45
জাতীয় সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই মনু বাজারে বিশাল ভাঙ্গন

দ্য ফ্যাক্ট ব্যুরো:-মনুবাজার এলাকায় নবনির্মিত জাতীয় সড়কের রাস্তা ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিগত কয়েকদিনের বৃষ্টিপাতকে কেন্দ্র করে নবনির্মিত এই জাতীয় সড়ক ভেঙে চৌচির হয়ে যায় বলে অভিযোগ। মনু বাজারের কৃষি ভবন সংলগ্ন এলাকায় এই রাস্তা ভাঙ্গার ঘটনা সামনে এসেছে।

           ‌২০১৮ সালের পর থেকে ত্রিপুরা রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থায় আমল পরিবর্তন এসেছে। একের পর এক জাতীয় সড়ক নির্মাণ হয়েছে রাজ্যে। আগরতলা থেকে ধর্মনগর, সাব্রুম থেকে আগরতলা একের পর এক রাস্তা নির্মাণে হাত দিয়েছে সরকার। এরই মধ্যে নির্মাণ হয়েছিল মনুবাজার এলাকার এই জাতীয় সড়কটি। দেখার ক্ষেত্রে তার গুণগত মান নিয়ে কোন ধরনের প্রশ্ন চিহ্ন মানুষের মনে নেই। কিন্তু রাস্তা নির্মাণ করার কিছুদিন যেতে না যেতেই রাস্তা ভেঙে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে কাজের গুণগত মানকে ঘিরে। যুক্তি আসতেই পারে টানা কয়েক দিনের বৃষ্টিপাতকে কেন্দ্র করে রাস্তা ভেঙ্গে গেছে। কিন্তু রাস্তা নির্মাণের আগে বৃষ্টি আসার বিষয়টি অবশ্যই মাথায় রাখা উচিত ছিল নির্মাণ সংস্থার। দাবি উঠছে গোটা রাস্তা নির্মাণের গুণগতমান পুনরায় যাচাই করুক দপ্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow