জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২
কামালঘাট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর ঘটলো যান দুর্ঘটনা। বাস এবং ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন দুই গাড়ির চালকরা।
দ্যা ফ্যাক্ট :- আগরতলা খোয়াই জাতীয় সড়কের কামালঘাট সংলগ্ন এলাকায় বাস এবং ছোট গাড়ির মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয়েছেন বাস এবং ছোট গাড়ি চালক। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জিবিপি হাসপাতালে।
বাসের যাত্রীদের অভিযোগ ছোট গাড়িটি সম্পূর্ণ উল্টো দিকে এসে বাসে সরাসরি ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় বাস চালক টিটন দাস এবং ছোট গাড়ি চালক ভাস্কর রায় আহত হয়েছেন। যদিও এই দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা অক্ষত রয়েছে। ছোট গাড়ি চালক কিভাবে বাসের সাথে সংঘর্ষ ঘটানো তা নিয়ে উচ্চ প্রশ্ন। লেফুঙ্গা থানার পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্ত গাড়ি উদ্ধার করে নিয়ে যায় থানায়।
What's Your Reaction?