আখাউড়া চেকপোষ্টে BSF ও BGB-র সাথে দীপাবলীর শুভেচ্ছা বিনিময়ে কেন্দ্রী প্রতিমন্ত্রী
প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে জওয়ানদের আনন্দে শামিল প্রতিমা

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে আখাউড়া চেকপোষ্টে বিএসএফ ও বিজিবির সাথে শুভেচ্ছা বিনিময় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই শুভেচ্ছা বিনিময়ের সূচনা করলেন তিনি। পরবর্তী সময়ে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত নিরাপত্তা কর্মীদের সাথে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করলেন মন্ত্রী।
রবিবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত অনুযায়ী আখাউড়া চেকপোষ্টে উপস্থিত হন প্রতিমা ভৌমিক। প্রথমেই বিএসএফ জওয়ানদের কাছ থেকে সম্মান এবং অভ্যর্থনা নেওয়ার পর আনুষ্ঠানিক ভাবে দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করেন তিনি। এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর পুরুষ এবং মহিলা জওয়ানরা অংশগ্রহণ করেন। এদিন দুই দেশের নিরাপত্তাকর্মীদের মধ্যে দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে পাশাপাশি মিষ্টি আদান প্রদান হয়েছে। বাংলাদেশের তরফে বিজিবির আধিকারিকরা আখাউড়াতে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অন্যদিকে প্রতিমা ভৌমিকও বাংলাদেশের জনগণ এবং নিরাপত্তা কর্মীদের দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন প্রতিমা ভৌমিক দীপাবলিকে কেন্দ্র করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন এই দীপাবলির আলোর উৎসবে সমস্ত মানুষের গ্লানি দুর্দশা দূর হয়ে যাবে এই প্রার্থনা করেন। এছাড়াও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন প্রতিমা ভৌমিক। এদিন ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে এই আলোর উৎসবে সীমান্ত প্রহরীদের পাশে থেকে তাঁদের মনোবল বৃদ্ধির পাশাপাশি আনন্দের অংশীদার হলেন প্রতিমা
What's Your Reaction?






