নড়সিংগড়ে হেরোইন, নগদ অর্থ সহ নেশা কারবারি গ্রেফতার
গোপন খবরের ভিত্তিতে নড়সিংগড়ের নতুন পল্লী এলাকা থেকে নেশা সামগ্রী সমেত এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই এলাকার উত্তম করের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযুক্তের নাম সঞ্জিত দেবনাথ। অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে পাঠায় পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- নেশা সামগ্রী, নগদ অর্থ সমেত নেশা বাণিজ্যের সাথে জড়িত থাকার দায়ে এক অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। নরসিংগড়ের নতুন পল্লী এলাকা থেকে অভিযুক্ত সঞ্জিত দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।
নরসিংগড় এলাকার নতুন পল্লীতে উত্তম করের বাড়িতে হানা দেয় এয়ারপোর্ট থানার পুলিশ। তার বাড়িতে সন্ধান চালিয়ে ৪৯.৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি নেশা বাণিজ্য থেকে আয় করা ২.৩ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই নেশা বাণিজ্যের সাথে জড়িত থাকার দায়ে এই বাড়িতে অবস্থানরত সঞ্জিত দেবনাথকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে উপযুক্ত নেশা কারবারি উত্তম করে নেশা বাণিজ্য দেখাশোনার দায়িত্বে ছিল সে। যদিও বাড়ির মালিক উত্তম কর অভিযান চলাকালীন সময়ে বাড়িতে না থাকার কারণে পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও সুব্রত বর্মন, এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
What's Your Reaction?