আগরতলা রেল স্টেশনে পিস্তল এবং নেশা সামগ্রী সমেত ২ অভিযুক্ত গ্রেফতার

আগরতলা রেল স্টেশন থেকে নেশা সামগ্রী পিস্তল বহন করার সময় দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা কর্মীরা। এদের বিরুদ্ধে অস্ত্র ও এনডিপিএস ধারায় মামলা নিয়েছে পুলিশ।

Jan 18, 2026 - 23:58
Jan 19, 2026 - 00:11
 0  12
আগরতলা রেল স্টেশনে পিস্তল এবং নেশা সামগ্রী সমেত ২ অভিযুক্ত গ্রেফতার
রানী কমলাবতী এক্সপ্রেস থেকে নেশা সামগ্রী এবং পিস্তল সমেত গ্রেপ্তার ২ অভিযুক্ত।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- গোয়েন্দা পুলিশ এবং আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেলস্টেশন থেকে নেশা সামগ্রী সমেত আগ্নেয়াস্ত্র বহনের সময় দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রানী কমলাবতী এক্সপ্রেস থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। 

                 রেল ব্যবহার করে বড় ধরনের পাচার বাণিজ্য এবং অপরাধ কর্মসূচি জারি রয়েছে। যা ইতিমধ্যেই পুলিশের সাফল্যের মাধ্যমে স্পষ্ট হল। রেল থেকে একের পর এক নেশা সামগ্রী উদ্ধারের পর উদ্ধার হয়েছে অস্ত্র। রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে রাজ্যের গোয়েন্দা পুলিশ এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে রানী কমলাপতি এক্সপ্রেস থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে প্রায়‌ ১০০ বোতল অবৈধ কফ সিরাপ, একটি পিস্তল‌ এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা হল কার্তিক যাদব এবং আমুদ। দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার সাথে আরও বড় মস্তিষ্ক জড়িত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এই আগ্নেয়াস্ত্র কোথায় থেকে আনা হয়েছিল এবং কাকে দেওয়ার উদ্দেশ্য ছিল এই দুটি প্রশ্নের পেছনে আপাতত ধাবিত হচ্ছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow